ব্যুরো নিউজ,৩ আগস্ট: কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সংসদে তৃণমূল সাংসদরা বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই দাবিতে বাজেটের বিরুদ্ধে ভাষণ দিতে থাকেন। এবার তার জবাব পাওয়া গেল কেন্দ্রীয় সরকারের তরফে। এবারে তৃতীয়বার মোদি সরকার যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে বাংলা যথেষ্ট লাভবান হতে চলেছে। যার ফলে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা এক লহমায় অনেকটাই উন্নতির পথে এগোবে।
বাজেটে বাংলার হাইস্পিড করিডরের জন্য ব্যাপক বরাদ্দ
প্যারিস অলিম্পিক্স এ হ্যাটট্রিক এর পথে মনু ভাকের
NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, খড়গপুর- মোরগ্রাম ন্যাশনাল হাইওয়ে ৪ লেন হাইস্পিড করিডর করার জন্য খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই ২৩১ কিলোমিটার সড়কের ক্ষেত্রে ১০২৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের যোগাযোগ এবং আর্থিক উন্নয়নের ক্ষেত্রে বাংলার এই করিডর বিরাট ভূমিকা গ্রহণ করতে চলেছে। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিকে ধন্যবাদ জানিয়েছেন।
শুভেন্দু টুইটারে লিখেছেন, যারা বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে চিৎকার করছিল, দুটি রাজ্যকে এই বাজেটে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে বলে সরব হয়েছিল, তারা এখন কি বলবেন? কেন্দ্রের মোদি সরকার বাংলার উন্নয়নের লক্ষ্যে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাজেটে যথেষ্ট বরাদ্দ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের অদক্ষ রাজ্য সরকার এবং তার অদক্ষ প্রশাসন বাংলাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সহায়ক ভূমিকা নিচ্ছে না। প্রসঙ্গত, শুভেন্দু টুইটে জানিয়েছেন, খড়গপুর- মোরগ্রাম এই হাইওয়ে ৪ লেন হাইস্পিড করিডর করার ফলে যাতায়াতের ক্ষেত্রে যে ৯ থেকে ১০ ঘন্টা সময় লাগতো তা আরও ৩ থেকে ৫ ঘন্টা কম সময়ের মধ্যেই যাতায়াত করা সম্ভব হবে এবং বীরভূম আর মুর্শিদাবাদসহ ৬টি জেলা এই করিডরের ফলে আর্থিকভাবে উপকৃত হতে চলেছে।