বঙ্গোপসাগরের উপর নতুন একটি নিন্মচাপ বেড়ে ওঠায় কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। ১৬–২২ মে সময়কালের মধ্যে পরিস্থিতি বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। গোটা উত্তর-পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবৃষ্টি ও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে গুজরাট, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা মতো রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নিন্মচাপের জেরে টানা ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।


আবহাওয়াবিদরা সমুদ্রের মধ্যপূর্ব অংশে গড়ে ওঠা ওই নিন্মচাপ বিশেষভাবে নজর রাখছেন। ১৬–২২ মে–র মধ্যে এই ধরনের বাতাবরণ অতীতের কিছু বছরে কখনো কখনো ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, তাই এ সময়টি বিপজ্জনক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দফতর জনসাধারণকে নিয়মিত সতর্কতা খতিয়ে দেখতে বলেছেন। কলকাতা এবং দক্ষিণ-পশ্চিমবঙ্গের আশেপাশের জেলাগুলোয় এই বৃষ্টিপাত কার্যকরভাবে গরমের তীব্রতা কমিয়ে দেবে, তাপমাত্রা সম্ভবত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। তবে ভারী বৃষ্টির ফলে নিম্নভূমি এলাকায় জলাবদ্ধতা এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো বিরতি ঘটতে পারে।

আবহাওয়া পূর্বাভাস:
১৩ মে থেকে শহরে হালকা বৃষ্টি এবং মৃদু বায়ু প্রবাহ শুরু হবে।
১৪ মে–র দিকে বৃষ্টি মাঝারি ধরনের হতে পারে।
১৫ ও ১৬ মে–র মধ্যে বজ্রবৃষ্টি সহ আরও শক্তিশালী প্রবাহ এবং ভারী বৃষ্টি হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর