লাবনী চৌধুরী, ২৪ মে: কলকাতায় ‘খুন’ হয়েছেন বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম। তাঁর মৃত্যু ঘিরে প্রতি পরতে পরতে যেনও মিশে আছে রহস্য। তার নিখোঁজ হওয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত একাধিক তথ্য মিলেছে। যা কার্যত কাপিয়ে দেওয়ার মত। দুই দেশের তথ্য থেকে জানা গিয়েছে তাঁর ‘খুন’-এর পছনে রয়েছে বাংলাদেশের ঝিনাইদহ-র কোটচাঁদপুরের মেয়রের ভাই আখতারুজাম্মান। গোটা ঘটনায় আখতারুজাম্মান-এর বান্ধবী শিলস্তি-রও যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি এই ‘খুনে’র ঘটনায় আখতারুজাম্মান প্রায় পাঁচ কোটি টাকার বরাত দেন আমানুল্লাহ নামের এক ব্যাক্তিকে।
কেন্দ্রীয় শ্রম দপ্তরে কর্মী নিয়োগ! বয়স, বেতন, আবেদন পদ্ধতি জানতে পড়ুন এই প্রতিবেদন
এছাড়াও সিসিটিভি ফুটেজ থেকে মিলেছে নানা তথ্য যা থেকে জানা গিয়েছে, গাড়ি থেকে নেমে কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিম ঢুকলেও, তিনি আর বের হননি। ফলে ওই ফ্ল্যাটেই তাঁকে ‘খুন’ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি তাঁর দেহে যাতে পচন না ধরে সেজন্য দেহ কেটে কেটে ফ্রিজে রাখা হয়েছিল। এছাড়া হলুদ, মশলাও মাখানো হয়েছিল তাঁর দেহে। তবে ফ্ল্যাট থেকে বডি সরাতে বডি টুকরো টুকরো করে কেটে ট্রলি ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলা হয়। তবে এখনও মেলেনি তাঁর দেহাংশ।
এদিকে যখন গোটা ঘটনায় কাঁপিয়ে দেওয়ার মত এক একটি নয়া নয়া তথ্য মিলছে তখন মুখ খুললেন মৃত সাংসদের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি দাবি করেছেন, বাবাকে খুন করেছে পেশাদার খুনিরা। তিনি জানান, আনোয়ারুল আজিম- এর হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এর আগে আরও অনেক নিরীহ মানুষকে খুন করেছে। তারা এই অঞ্চলের পেশাদার খুনি। এছাড়াও তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।