ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:বিজয় দিবসে লোকসভা ও রাজ্যসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরব হন বিরোধী নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কৃতিত্বকে স্মরণ করে কংগ্রেস, তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা বর্তমান মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেন ১৯৭১ সালে যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজ সেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়নের শিকার। ভারতের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কথা বলে এই অত্যাচার বন্ধের পদক্ষেপ করা।
বিজয় দিবস: স্মৃতিসৌধে শ্রদ্ধা, রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক
সংখ্যালঘুদের সুরক্ষায় দায়িত্ব কে নেবে?
লোকসভার জিরো আওয়ারে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান। তাদের দাবি, প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী সংসদে এসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলা নিপীড়ন বন্ধে কেন্দ্রের ভূমিকা স্পষ্ট করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই ইস্যুতে সরব হন। তিনি বিদেশসচিবের ঢাকা সফরের প্রসঙ্গ তুলে বলেন সফরে কি আলোচনা হয়েছে তা সংসদে জানানো প্রয়োজন। কেন্দ্রের উচিত সংখ্যালঘু সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রোধে কূটনৈতিক পদক্ষেপের দাবি কংগ্রেসের
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে বলেন ইন্দিরা গান্ধীর সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত। আজকের দিনে সেই অবদান স্মরণীয়। এখনকার সরকার কি সেই সংখ্যালঘুদের সুরক্ষায় দায়িত্ব নেবে?