ব্যুরো নিউজ,২০ নভেম্বর:বর্ষার সময় বা আবহাওয়া পরিবর্তনের কারণে মশার প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত মশা তাড়ানোর পণ্যগুলো কার্যকর হলেও এগুলোর স্বাস্থ্যঝুঁকি অনেক। তাই প্রাকৃতিক এবং সহজলভ্য উপায় অবলম্বন করলে ঝুঁকি ছাড়াই মশার হাত থেকে রেহাই পেতে পারেন। এর মধ্যে অন্যতম হল কলার খোসা ব্যবহার। সহজ এবং কার্যকর এই পদ্ধতি দিয়ে মশা দূরে রাখা সম্ভব।
রাজ্য সরকারি কর্মীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স সুদের নতুন বিজ্ঞপ্তি
কলার খোসা দিয়ে মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতি
১. ঘরের কোণে কলার খোসা রাখুন
কলার খোসা মশা তাড়াতে দারুণ কার্যকর। ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে ঘরের চার কোণে কলার খোসা রেখে দিন। খোসা থেকে নির্গত গন্ধ মশা তাড়ায়। রাসায়নিক ভিত্তিক পণ্যের পরিবর্তে এটি খুবই স্বাস্থ্যকর একটি পদ্ধতি, বিশেষ করে যদি ঘরে শিশু বা হাঁপানি রোগী থাকেন।
ভারতে মেসি ম্যাজিকে মাতোয়ারা হবে কেরল, দীর্ঘ ১৪ বছর পর ফের আসছেন ফুটবল রাজপুত্র
২. কলার খোসার পেস্ট ব্যবহার
যদি ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় মশার উপদ্রব বেশি থাকে, সেখানে কলার খোসার পেস্ট ব্যবহার করতে পারেন। পেস্ট তৈরি করতে মিক্সারে খোসাগুলো ব্লেন্ড করুন। এরপর সেই পেস্টটি মশার উপদ্রবযুক্ত জায়গায় লাগিয়ে দিন। এর গন্ধ মশাদের দূরে সরিয়ে দেবে।
মন্দারমণির হোটেল ভাঙার নোটিসে ক্ষুদ্ধ হোটেলের মালিকরা
৩. কলার খোসা পোড়ান
মশা দূর করার দ্রুত পদ্ধতি হলো কলার খোসা পোড়ানো। খোসা পোড়ালে তা থেকে নির্গত গন্ধ মশাদের বিরক্ত করে এবং তারা দ্রুত পালিয়ে যায়। তবে এটি করার সময় সতর্ক থাকুন এবং ঘরে বেশি সময় ধরে গন্ধ ছড়াতে দেবেন না, কারণ এটি আপনার জন্যও অস্বস্তিকর হতে পারে।