ব্যুরো নিউজ,১৪ আগস্ট : উইমেন এন্ড ম্যান ইন ইন্ডিয়া 2023 শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে তুলে ধরা হয়েছে ১৯৯০ সাল থেকে পুরুষ এবং মহিলাদের গড় আয়ুর পরিসংখ্যান। কেন্দ্র সরকারের এই রিপোর্ট বিভিন্ন অর্থ সামাজিক মাপকাঠি, বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং গবেষণার ভিত্তিতে তৈরি করা হয়।
RG Kar update: গোটা রাজ্যজুড়ে আজ মধ্যরাতে মহিলা জমায়েতের ডাক।
মহিলাদের গড় আয়ু পুরুষদের গড় আয়ুর তুলনায় বেশি
ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মহিলাদের গড় আয়ু পুরুষদের গড় আয়ুর তুলনায় বেশি। বর্তমানে ভারতীয় মহিলাদের গড় আয়ু ৭২.৭ বছর এবং পুরুষদের গড় আয়ু ৬৯.৪ বছর।
সত্যিই কি বিয়ে নীরজ এবং মনুর? অলিম্পিকের পর ভিডিও ঘিরে জল্পনা।
তবে পরবর্তী পরিসংখ্যানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পুরুষদের গড় আয়ুও বেড়েছে। কেন্দ্রীয় সরকারের ওই রিপোর্টের পূর্বাভাস যে ২০৩৬ সালে পুরুষদের গড় আয়ু বেড়ে ৭১.২ বছর হতে পারে। মহিলাদের গড় আয়ু তার সাথে সাথে কিছুটা বেড়ে ৭৪.৭ বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্টে ২০৩৬ সালে জনসংখ্যা ১৫২ কোটি ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।২০৩৬ সালে দেশে পুরুষের সংখ্যা ও মহিলার সংখ্যার অনুপাতও ভাল হতে পারে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। ২০১১ সালের হিসাব অনুযায়ী, প্রতি এক হাজার পুরুষ পিছু ৯৪২ জন মহিলা ছিল।২০৩৬ সালে দেশে প্রতি এক হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা হতে পারে ৯৫২ জন। মহিলার সংখ্যা কিছুটা বারার সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই দেশের জন্য ভালো খবর।