রাজীব ঘোষ, ১৫ সেপ্টেম্বর: ATM কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলুন
এবার থেকে কার্ড ছাড়াই এটিএম থেকে তুলতে পারবেন টাকা। বর্তমানে এটিএম থেকে টাকা তোলার সময় এটিএম কার্ড চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও জালিয়াতরা ATM কার্ডের নম্বর বিভিন্ন কৌশলে জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। তাই এটিএম কার্ড জালিয়াতি রোখার জন্যই সরকার এবার নিয়ে এসেছে নয়া সিস্টেম।
NEFT ও RTGS কোনটি নিরাপদ? কীভাবে টাকা পাঠাবেন?
এটিএম কার্ড ছাড়া ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সহযোগিতায় হিটাচি পেমেন্ট সার্ভিস চালু করল এই নতুন প্রযুক্তি।
জালিয়াতের হাত থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য সরকারের তরফে UPI ATM ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। এই ইউপিআই এটিএম ব্যবস্থায় গ্রাহকদের আর ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। শুধুমাত্র QR Code স্ক্যান করেই টাকা তুলতে পারবেন। তবে এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র হোয়াইট লেভেল এটিএমগুলিতে।
রেশন দোকানেই ব্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কী কী করা যাবে?
সারাদেশে এরকম হোয়াইট লেবেল এটিএম রয়েছে ৩ হাজারের বেশি। যেগুলি হিটাচি পেমেন্ট সার্ভিস পরিচালনা করে। এই সমস্ত এটিএম কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের নয়। এর মালিক বেসরকারি সংস্থা। তাই এগুলিকে হোয়াইট লেভেল এটিএম বলা হয়। যেকোনও ব্যাঙ্কের এটিএম কার্ডধারীরা এই ATM থেকে টাকা তুলতে পারবেন।
লোন নিলে ছুতোনাতা দিয়ে টাকা তোলা যাবে না: RBI
এক্ষেত্রে UPI App থাকতে হবে। মোবাইল দিয়ে QR কোড স্ক্যান করে টাকা তুলতে হবে। যদি কোনও ইউপিআই অ্যাপ না থাকে, তাহলে ইউপিআই অ্যাপ ডাউনলোড করে নতুন ইউপিআই অ্যাকাউন্ট খুলতে হবে। হোয়াইট লেভেল এটিএমগুলিতে কিউআর কোড থাকবে। সেটিকে স্ক্যান করতে হবে। আর আপনার মোবাইলে ইউপিআই পিন দিলে এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে। তবে এক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। মোবাইলের ইউপিআই অ্যাপ থেকে এটিএম একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন। যেহেতু এটিএম কার্ডের এখানে কোনও প্রয়োজন নেই, তাই সেই ক্ষেত্রে যেভাবে জালিয়াতরা পিন জেনে নেয় বা এটিএম কার্ড চুরি যায়, তার কোনও সম্ভাবনা থাকছেনা। ইভিএম নিউজ