ব্যুরো নিউজ,২০ ডিসেম্বর:ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শেষে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অশ্বিনের পিতা রবিচন্দ্রন দাবি করেছেন, খেলার সুযোগ কম পাওয়ার কারণে অপমানিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন। এই মন্তব্যে উত্তাল ক্রিকেট মহল।রবিচন্দ্রনের মতে, অশ্বিনের মতো প্রতিভাবান বোলারকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু বিদেশ সফরে ভারত সাধারণত এক স্পিনার নিয়ে খেলে। ফলে অস্ট্রেলিয়ার সিরিজে কেবল অ্যাডিলেড টেস্টে খেলতে পেরেছেন অশ্বিন। পরবর্তী ইংল্যান্ড সফরেও হয়তো পরিস্থিতি একই রকম থাকবে বলে ধরে নিয়েছেন অশ্বিন। এই বাস্তবতাই তাঁর আকস্মিক অবসরের কারণ হতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রবিচন্দ্রন অশ্বিনের
ক্লাব স্তরে খেলা চালিয়ে যাবেন
অশ্বিনের অবসর নিয়ে পিতার মন্তব্য নতুন মাত্রা এনে দিয়েছে। রবিচন্দ্রন বলেছেন, “১৪-১৫ বছর ধরে খেলার পর হঠাৎ এমন সিদ্ধান্তে আমরা অবাক। মনে হয়, এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বারবার অপমানিত হওয়ার যন্ত্রণা আর সহ্য করতে পারেনি ও।” তবে পিতার এই মন্তব্য নিয়ে বিতর্ক কমাতে নিজেই এগিয়ে এসেছেন অশ্বিন। সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমার বাবা জানেন না কীভাবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হয়। দয়া করে বাবাকে একা থাকতে দিন।”
মহিলা টি-টোয়েন্টিতে স্মৃতি মন্ধানার নজির ও রিচার বিশ্বরেকর্ড
অশ্বিন টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৫৩৭ উইকেট নিয়ে অনিল কুম্বলের পরেই তাঁর স্থান। তবুও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত পরিবারকেও অবাক করেছে। রবিচন্দ্রন জানিয়েছেন, “আমরা ভেবেছিলাম ও আরও কয়েক বছর খেলবে। তবে ওর সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।” অবসর ঘোষণার পর চেন্নাই ফিরে গিয়েছেন অশ্বিন। পরিবার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। বিদায় জানালেও তিনি স্পষ্ট করেছেন, তাঁর মনে ক্রিকেট এখনও বেঁচে আছে। ভবিষ্যতে তিনি ক্লাব স্তরে খেলা চালিয়ে যাবেন।