২০২৪ সালের সেরা ১০০ মহিলার মধ্যে সমাজকর্মী অরুনা রায় 

ব্যুরো নিউজ,৫ ডিসেম্বর:বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও সমাজকর্মী অরুনা রায় কোনোদিন নিজের জীবনকে রুটিনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ২০২৪ সালে বিশ্বের সেরা ১০০ মহিলার মধ্যে স্থান পাওয়া অরুনা রায় সমাজের প্রান্তিক মানুষদের অধিকার আদায়ে গত ৪ দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই বিশাল কর্মকাণ্ডের জন্যই বিবিসি তাকে এই মর্যাদা প্রদান করেছে।

খোঁজ পাওয়া গেল ‘বড়ো মাথা মানুষের’, একটি নতুন মানব প্রজাতির সন্ধান

অধিকার প্রতিষ্ঠা


১৯৪৬ সালের ২৬ শে মে তৎকালীন মাদ্রাজে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহণ করেন অরুনা রায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকত্তর শেষ করে লেকচারার হিসেবে তার কর্মজীবন শুরু হয় ওই বিশ্ববিদ্যালয়েই। ১৯৬৮ সালে তিনি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সরকারী দপ্তরে যোগ দেন। তবে আমলাতন্ত্রে নিজেকে আবদ্ধ রাখতে চাননি অরুণা ফলে ১৯৭৪ সালে আইএএস পদ থেকে ইস্তফা দিয়ে তিনি সমাজ সেবায় মনোনিবেশ করেন।অরুনার আসল সংগ্রাম শুরু হয় গ্রামাঞ্চলে। রাজস্থানের টিলোনিয়ায় তিনি একটি রিসার্চ সেন্টারে কাজ শুরু করেন এবং গ্রাম উন্নয়নের নানা প্রকল্প হাতে নেন। ১৯৯০ সালে তিনি রাজস্থানের দেবডুমরি জেলায় মজদুর কৃষাণ শক্তি সংগঠন গঠন করেন।   তিনি শ্রমিক ও কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করেন।

কলকাতায় আসছে শীতের শীর্ষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমবে

তার অন্যতম উদ্যোগ ছিল মানুষের কাছে ‘রাইট টু ইনফরমেশন’ (RTI) আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তিনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং জনমত গঠন করেছেন সফলভাবে।অরুনা রায়ের ৪ দশকের কাজ শুধু সমাজ সেবায় নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায়।এটা এক অনন্য দৃষ্টান্ত। তার প্রচেষ্টা ও সংগ্রাম সমাজে স্থায়ী পরিবর্তন এনে দিয়েছে এবং তিনি আজও তা অব্যাহত রেখেছেন। বিবিসির এই স্বীকৃতি তার বিশাল অবদানের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর