আন্দ্রেস ইনিয়েস্তা

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:ফুটবলবিশ্বের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা অবশেষে বুট জোড়া তুলে রাখলেন। ৪০ বছর বয়সী এই তারকা  একসময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন এবং স্পেনকে ২০১০ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন এখন থেকে শুধুই তাকে কোচের ভূমিকায় দেখা যাবে।বার্সেলোনার হয়ে ১৬ বছরের ফুটবল ক্যারিয়ার শেষ করে ২০১৮ সালে তিনি পাড়ি জমিয়েছিলেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। পাঁচ বছর জাপানে খেলার পর গত বছর যোগ দেন সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব এমিরেতাসে। তবে তার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়টি লেখা হলো জাপানের টোকিয়োতে একটি প্রদর্শনী ম্যাচে, যেখানে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন। ইনিয়েস্তার শেষ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৪৫ হাজার ফুটবলপ্রেমী।

পৃথ্বী শ’র জন্য সতর্কবার্তাঃ প্রতিভা আছে, তবে শৃঙ্খলাও জরুরি

চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন

বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচে অংশ নিয়ে ৯ বার লা লিগা এবং ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করা ইনিয়েস্তা একাই বহু ম্যাচের মোড় ঘুরিয়েছেন। স্পেন জাতীয় দলের হয়ে ১৩১টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ১৩টি গোল। বিশেষ করে ২০১০ বিশ্বকাপ ফাইনালে তার করা সেই জয়সূচক গোল ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন।শেষ ম্যাচেও নিজস্ব ছন্দে ছিলেন ইনিয়েস্তা। তার ক্রস থেকেই প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড় নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ফলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বার্সেলোনা। ম্যাচ শেষে আবেগঘন ইনিয়েস্তা বলেন, “জাপানের ফুটবল সমর্থকদের জন্য এটি আনন্দের মুহূর্ত ছিল। তারা যদি খুশি মনে বাড়ি ফিরে যান, আমি তাতেই তৃপ্ত।”

কালীঘাট মেট্রো চুমু-কাণ্ড: ভালোবাসা নাকি শালীনতা লঙ্ঘন?

১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেওয়া ইনিয়েস্তা, ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটির অঙ্গ হিসেবে ছিলেন। জাপান এবং আরব আমিরশাহিতে তার ক্যারিয়ারের শেষ দিনগুলোও ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটেছে। তবে এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি কোচের ভূমিকায়। বিশ্ব ফুটবলে মিডফিল্ডার হিসেবে সর্বকালের অন্যতম সেরা তারকা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন আন্দ্রেস ইনিয়েস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর