ব্যুরো নিউজ, ২১ নভেম্বর : আন্দামান সাগরে নতুন করে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৩ নভেম্বর শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিতে পারে। এর পর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর সম্ভাব্য অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল।
আর জি কর হাসপাতালের খুন-ধর্ষণ মামলায় ফরেন্সিক সাক্ষ্যগ্রহণ, তদন্তে কি নতুন মোড়?
রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই
রাজ্যজুড়ে উত্তরের হাওয়া বইছে যা শীতের আমেজ নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে। নতুন করে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা কম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মাঝামাঝি থেকে কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে।এখন পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে জেলায় জেলায় মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা বেশি। দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সকালবেলা কুয়াশা থাকবে ঘন কুয়াশার সতর্কবার্তা এখনো দেওয়া হয়নি।
কালীঘাট মেট্রো স্টেশনে গার্ডরেল বসানোর উদ্যোগে নয়া সমস্যা
কলকাতায় আগামী কয়েক দিন তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সকাল ও রাতের দিকে থাকবে হালকা শীতের আমেজ।এখনকার মনোরম আবহাওয়ায় সকালে ঠান্ডা হাওয়া ও দিনের রোদ উপভোগ করার সময়। শীতের ঘনঘটা শুরু হওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।