ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : আন্দামান সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। বৃহস্পতিবার সেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। এর জেরে পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
চুল উঠে মাথা ফাকা হয়ে যাচ্ছে? একটি ঘরোয়া উপায়ে মিলতে পারে সমাধান
আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে
এই সময় আন্দামানে প্রচুর পর্যটক ভ্রমণে যান। যদিও এখনই ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়নি, পর্যটকদের আবহাওয়ার নিয়মিত আপডেট নেওয়ার অনুরোধ করা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকবে।বাংলায় এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। রাজ্যের তাপমাত্রার তেমন হেরফের হবে না। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় শীতের আমেজ বজায় থাকবে। সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা দিলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রির আশপাশে থাকবে।
ত্বকের যত্নে কাঁচা আলুর উপকার, দূর হবে ট্যান, ব্রণ ও বলিরেখা
আবহাওয়ার এই পরিস্থিতিতে আন্দামান-নিকোবর ভ্রমণপিপাসুদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা চলবে। নিম্নচাপের প্রভাব আন্দামান সাগরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আকারে বেশ তীব্র হতে পারে। তবে বাংলায় শীতের আবহাওয়াই উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।