ব্যুরো নিউজ,২৪ আগস্ট:ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। আইসিসি চেয়ারম্যান পদে বসলে সে ক্ষেত্রে তার শূন্য পদে বসার জন্য নাম উঠে আসছে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। আগামী ২৭ তারিখ আইসিসি চেয়ারম্যান পদে নমিনেশান দেওয়ার শেষ তারিখ। তারই মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে জয় শাহকে।।এখন পর্যন্ত জয় শাহ-র পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সব ঠিকঠাক চললে, জয় শাহ মনোনয়নপত্র দেবেন এবং তার আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া সময়ে ব্যাপার মাত্র।
জয় শাহ কি যাচ্ছেন
আইসিসি চেয়ারম্যান হতে গেলে মোট ১৬ টি ভোটের মধ্যে ৯টি পেতে হবে। যা জানা গেছে তাতে ১০ এর বেশি ভোট জয় শাহ ঝুলিতে রয়েছে। কিন্তু জয় শাহ আইসিসি চেয়ারম্যান হলে সচিবের পুরনো পদে যাওয়ার জন্য নাম উঠে আসছে সভাপতি সভাপতি অভিষেক ডাকমিয়া। তবে ডাকমিয়ার পাশাপাশি নাম উঠেছে বর্তমান চেয়ারম্যান অরুন ধুমাল মহারাষ্ট্রের বিজেপি নেতা আশিষ সেলার ও প্রাক্তন ক্রিকেট কর্তা, রাজীব শুক্লার। অরুন ধুমাল , রাজীব শুক্লা ও আশিস সোলারের পক্ষে কতটা সময় দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে কারণ তারা রাজনৈতিক দলের সদস্য সেই কাজে তাদের অনেক বেশি সময় দিতে হয়। এছাড়াও নাম রয়েছে ডিডিসি এর কর্তা রোহান জেটলি ইন্দ্রজিৎ সইকিয়ার নাম। তবে তাদের মধ্যে অভিষেক ডাকমিয়া শুধুমাত্র ক্রিকেট নিয়েই কাজ করছেন বলে তিনি যদি ওই শূন্য পদ তৈরি হয় এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তার পক্ষে নির্বাচিত হওয়া অনেক বেশি সহজসাধ্য বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।