ইভিএম নিউজ ব্যুরো, ২৬ এপ্রিলঃ সাহেবঘাটায় ছাত্রীকে গণ ধর্ষনের পর খুনের প্রতিবাদে তফশিলী ও আদিবাসী সমন্বয় কমিটির ডাকে থানা ঘেরাও কর্মসূচি  করল তফশিলী কামতাপুরি ও আদিবাসী সম্প্রদায়। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের মনিবাগ প্রতিবাদ ক্লাবের মাঠ থেকে মিছিল বের হয়। কালিয়াগঞ্জ শহরের রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে থানার সামনে ব্যাপক জমায়েত হয়। পরে বিক্ষোভকারীরা কালিয়াগঞ্জ থানার সামনে  মিছিল নিয়ে  হাজির হয়েই ব্যারিকেড ভেঙে থানার মধ্যে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু পুলিশের বাধা  বিক্ষোভকারীরা মানতে চায়না। এরপর পুলিশ প্রথমে লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও পরবর্তীতে ফের তারা থানার সামনে এসে থানার মধ্যে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস প্রয়োগ করে। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের কোন ভাবেই দমানো যায়নি।  রীতিমত পুলিশের দিকে ধেয়ে গিয়ে ইট পাটকেল ছুড়তে থাকে তারা। পুলিশ একপ্রকার নিরুপায় হয়ে জল কামান ব্যবহার করে। । এদিকে আদিবাসীরা  পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছোড়ার ফলে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ৫ থেকে ৬ জন পুলিশও আহত হয় বলে জানা গিয়েছে। কালিয়াগঞ্জ শহরে পুলিশের বিরুদ্ধে রাজবংশী, কামতাপুরি ও আদিবাসীদের এমন সংগঠিত বিক্ষোভ আগে দেখেননি কালিয়াগঞ্জের মানুষ। (EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর