Amit Shah Vice President

ব্যুরো নিউজ ২৫শে আগস্ট ২০২৫ : সোমবার এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করার NDA-র সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদ দক্ষিণ ভারত থেকে কাউকে দেওয়াটা স্বাভাবিক ছিল। কারণ, রাষ্ট্রপতি পূর্ব ভারত থেকে এবং প্রধানমন্ত্রী পশ্চিম ও উত্তর ভারত থেকে নির্বাচিত হয়েছেন।

তামিলনাড়ু নির্বাচন ও RSS যোগের জল্পনা খারিজ

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তামিলনাড়ুতে সুবিধা পেতে চাইছে— এই জল্পনা উড়িয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আমরা আগেও তামিলনাড়ুতে জোট করে নির্বাচন লড়েছি এবং আসনও জিতেছি। আমরা যেখান থেকেই কাউকে প্রার্থী করি না কেন, এ ধরনের প্রশ্ন উঠবেই।” তিনি আরও বলেন, রাধাকৃষ্ণনের দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। তিনি দু’বার সাংসদ ছিলেন, দলের তামিলনাড়ু রাজ্য সভাপতি ছিলেন এবং ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পুদুচেরি ও মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর জনজীবন স্বচ্ছ এবং তিনি একজন পরিণত রাজনীতিবিদ।

রাধাকৃষ্ণনের RSS-এর সঙ্গে সংযোগ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে শাহ বলেন, সঙ্ঘের সঙ্গে যুক্ত থাকা কোনো নেতিবাচক দিক নয়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীরও RSS-এর সঙ্গে সংযোগ রয়েছে। আমারও সঙ্ঘের সঙ্গে সংযোগ রয়েছে। জনগণ কি আমাদের RSS-এর সঙ্গে যুক্ত থাকার কারণে নির্বাচিত করেনি? RSS-এর সঙ্গে যুক্ত থাকা কি কোনও মাইনাস পয়েন্ট? এটা নয়। অটল বিহারী বাজপেয়ী এবং এল কে আদভানিও RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন। রাধাকৃষ্ণনেরও সেই সংযোগ রয়েছে।

Vice President Election : সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি প্রার্থী করল এনডিএ, বিরোধী জোট বিভক্ত

জগদীপ ধনখড়ের পদত্যাগ প্রসঙ্গে অমিত শাহ

সাক্ষাৎকারে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়েও ওঠা জল্পনার জবাব দেন অমিত শাহ। তিনি স্পষ্ট করে বলেন, ধনখড় সম্পূর্ণ ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। তিনি বলেন, “ধনখড়জি একটি সাংবিধানিক পদে ছিলেন এবং তাঁর মেয়াদে তিনি সংবিধান অনুযায়ী ভালো কাজ করেছেন। তিনি তাঁর ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করেছেন। এটা নিয়ে অহেতুক জল্পনা করা উচিত নয়।”

বিরোধীদের ‘ডাল মে কুছ কালা হ্যায়’ মন্তব্য নিয়ে শাহের জবাব

বিরোধীরা জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ (কিছু একটা গোলমাল আছে) মন্তব্য করেছে, সে প্রসঙ্গেও অমিত শাহ কথা বলেন। তিনি বলেন, বিরোধীরা যা বলছে, তার ওপর ভিত্তি করে সত্যি-মিথ্যার বিচার করা উচিত নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ধনখড়কে ‘নীরব’ করে দেওয়া হয়েছে এবং তাঁর পদত্যাগকে ‘মধ্যযুগীয়’ সময়ের মতো আখ্যা দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও পদত্যাগের কারণ জানতে চেয়েছিলেন এবং বলেছিলেন, ধনখড়ের স্বাস্থ্য ভালো ছিল, তিনি সবসময় RSS ও বিজেপিকে সমর্থন করতেন।

৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেদিনই ভোট গণনা করা হবে। NDA সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে, আর বিরোধী জোট প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর