ব্যুরো নিউজ ১৫ জুলাই ২০২৫ : উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপটি বর্তমানে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে উপকূল ও তৎসংলগ্ন জেলাগুলিতে নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
মৌসম ভবন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য ‘লাল সতর্কতা’ জারি করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫, ১৬ ও ১৭ জুলাই এই তিনদিনই দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিতে ভাসবে বলে জানানো হয়েছে। ১৮ই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, ২০শে জুলাই থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১শে জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
Weather update : দিনভর বৃষ্টি – আবহাওয়ার সতর্কবার্তা
উত্তরবঙ্গের আবহাওয়া এবং ধসের সতর্কতা
উত্তরবঙ্গেও বৃষ্টির প্রভাব দেখা যাবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১৫ ও ১৬ই জুলাই ভারী বৃষ্টি চলবে। ১৭ই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এই সময়ে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। ২০শে জুলাই থেকে উত্তরবঙ্গেও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯শে জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ২০ ও ২১শে জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে ২১শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।
সমুদ্র উত্তাল, বন্যার সতর্কতা
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত তিনদিন অর্থাৎ ১৭ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এর ফলে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছেন যে, নিম্নচাপ যদি আরও ঘনীভূত হয় এবং এর সঙ্গে ডিভিসি (DVC) জল ছাড়া চলতে থাকে, তবে দক্ষিণবঙ্গের বহু জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।
Kolkata : ভারী বর্ষণে কলকাতা জল্মগ্ন ! ভেনিসের মতন হয়ে উঠল মহানগর !
কলকাতার তাপমাত্রা ও আর্দ্রতা
আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯২ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না।
যদিও নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটছে এবং মঙ্গলবার সকালে বৃষ্টির পর বেলা গড়াতে আবহাওয়ার কিছুটা বদল দেখা গেছে, তবে বৃষ্টি আপাতত বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।