ইভিএম নিউজ ব্যুরোঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকেই রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলো আমেরিকা। ব্যারেল প্রতি তেলের দাম বৃদ্ধির কারণেই রাশিয়ার প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছিলো আমেরিকা । আমেরিকার বিশ্বাস আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেল বিক্রি বন্ধ হলে যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ জোগাতে ব্যর্থ হবে তাঁরা।
বন্ধু দেশগুলি এই সিদ্ধান্ত মেনে নিলেও মানতে নারাজ ভারত। বরং ভারতের সিদ্ধান্ত , রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার পর দেশীয় চাহিদা মিটিয়ে তা আমেরিকায় পৌঁছে দেবে ভারত । ২০২৩ এর শুরুতেই প্রায় ৮৯ হাজার ব্যারেল ডিজেল নিউ ইয়র্কে পাঠিয়েছে ভারত।
যুদ্ধে ইতি টানার কোন ইঙ্গিতই এখনো পর্যন্ত দেয়নি রাশিয়া। বরং প্রায়শই বড় রকমের হামলার সম্মুখীন হতে হচ্ছে ইউক্রেনকে। এই প্রেক্ষাপটে ভারত-রাশিয়ার বাণিজ্যিক লেনদেনের বিষয়ে ভারত- আমেরিকার রণকৌশলগত সম্পর্কে ভাঁটা পড়ার আঁচ পাওয়া গেলেও আদতে তা ঘটেনি। বরং এই বিষয়ে আমেরিকার শক্তি বিষয়ক বিদেশ সচিব জিওফ্রে প্যাট জানিয়েছেন ,রাশিয়া থকে তেল কেনার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাতে কোন আপত্তি নেই আমেরিকার। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জ্বালানির ব্যবহার ,সংরক্ষণ এবং নিরাপত্তার ভূমিকা অপরিসীম বলেও দাবি করেন তিনি।