summer vacation

ব্যুরো নিউজ,১ এপ্রিল : গ্রীষ্মের দাবদাহ এখনও পুরোপুরি শুরু না হলেও ইতিমধ্যেই গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। মার্চ মাস থেকেই দিনের তাপমাত্রা বাড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে, এপ্রিল-মে মাসে পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। এরই মধ্যে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে শিক্ষামহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করতে পারেন।

Today petrol price: আজ পেট্রল ও ডিজেলের দাম কোন রাজ্যে কত থাকছে এক নজরে জেনে নিন

সময়ের আগেই গরমের ছুটি?

রাজ্যের নির্দিষ্ট শিক্ষাসূচি অনুযায়ী, গরমের ছুটি পড়ার কথা ১২ মে থেকে, যা চলবে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ, মাত্র ১১ দিনের ছুটির ব্যবস্থা করেছে শিক্ষা দফতর। কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে, যদি গরম বাড়তে থাকে, তবে সরকার আগেভাগেই ছুটি ঘোষণা করতে পারে। গত বছরও নির্ধারিত সময়ের আগেই ২১ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল এবং তা ২ জুন পর্যন্ত চলেছিল। ফলে প্রায় দুই মাস স্কুল বন্ধ ছিল।

Today weather report: “রৌদ্রের” তাপদাহ থেকে খুব শীঘ্রই স্বস্তি মিলবে, ঝেঁপে বৃষ্টি আসবে এই জেলাগুলিতে

তবে এই বিষয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক শিক্ষক মনে করছেন, হঠাৎ করে দীর্ঘ গরমের ছুটি দিয়ে দেওয়ার চেয়ে স্কুলের সময়সূচি পরিবর্তন করাই ভালো সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ, দিনের বেশি গরম পড়ার আগেই যদি সকাল সকাল স্কুল শুরু হয়ে যায়, তাহলে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হবে।

কিছু শিক্ষকের মতে, মাত্র ১১ দিনের গরমের ছুটি রাজ্যের মতো উষ্ণ আবহাওয়ার জন্য যথেষ্ট নয়। আবার অন্য একাংশ মনে করছেন, দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি পড়াশোনার ক্ষতি করছে। অতীতে দেখা গেছে, দেড় মাস ছুটি কাটিয়ে ফের স্কুলে ফেরার পর অনেক শিক্ষার্থী আগের পড়া ভুলে যায়। ফলে শিক্ষাবর্ষের শেষদিকে এসে পাঠ্যক্রম শেষ করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।এখন প্রশ্ন উঠছে, গরম আরও বাড়লে কি রাজ্য সরকার আগেভাগেই স্কুল বন্ধ ঘোষণা করবে? নাকি বিকল্প ব্যবস্থা নেওয়া হবে? যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে আবহাওয়া যেমন গরম হচ্ছে, তাতে যে এই বিষয়ে শীঘ্রই কোনও না কোনও ঘোষণা আসতে চলেছে, তা বলাই যায়।

Today’s gold rate: দিনে দিনে সোনা রুপোর দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে,সেখান থেকে সামান্য স্বস্তি মঙ্গলবারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর