নিজেকে মেসি-মারাদোনার থেকেও বড় ফুটবলার মনে করেন রোনাল্ডো

ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি দাবি করেছেন তিনি মেসি, মারাদোনা, কিংবা পেলের থেকেও বড় ফুটবলার। ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়ে এই স্বীকৃতি তিনি দিয়েছেন সম্প্রতি নিজের ৪০তম জন্মদিনে। এর আগে, রোনাল্ডো গত সোমবার আল নাসেরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুটি গোল করেছেন। সেই উদযাপনের আবহে নিজেই জানিয়ে দিয়েছেন, “ফুটবলের ইতিহাসে আমিই সেরা। হৃদয় থেকেই বলছি।”

‘ছাবা’র শুটিংয়ে ভিকি কৌশলের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। জানুন সেই অভিজ্ঞতার কথা

মেসি বনাম রোনাল্ডো বিতর্ক

ফুটবল বিশ্বে মেসি বনাম রোনাল্ডো বিতর্ক চলতেই থাকে। দুটি ক্লাবের তারকাই তাদের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং গোল করেছেন। তবে, এবার রোনাল্ডো নিজের বর্ণনায় বলেছেন, “পরিসংখ্যান দেখুন। হেড, ফ্রি-কিক, বাঁ পায়ে গোল করা—সব দিক থেকেই আমি এগিয়ে। এমনকি বাঁ পায়ের ফুটবলার না হয়েও, বিশ্বে প্রথম ১০ জন বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে আমার নাম রয়েছে।”

তিনি আরও বলেছেন, “মেসি, পেলে, মারাদোনা—যাঁরা তাঁদের পছন্দ করেন, তাঁদের সম্মান করেই বলছি, সব দিক থেকেই আমি  দক্ষ। যা অন্য কেউ করতে পারেনি। তাই আমি মনে করি, এখন অন্তত নিজের সঙ্গে কাউকেই আমি সমান অবস্থানে রাখতে পারছি না।”

বাংলাদেশে আবার উত্তাল পরিস্থিতিঃ শেখ মুজিবের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর, ইউনুস সরকারের আমলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে

তবে রোনাল্ডোর এমন দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন মেসির ক্লাব ইন্টার মায়ামির ম্যানেজার হাভিয়ের মাসচেরানো। তিনি মন্তব্য করেছেন, “কীভাবে রোনাল্ডো এমন দাবি করতে পারেন, তা আমি জানি না।” তাঁর মতে, ফুটবলে মেসি সব দিক দিয়েই রোনাল্ডোর থেকে এগিয়ে রয়েছেন এবং তার অবদান ফুটবল ইতিহাসে অসামান্য।ফুটবল মহলে এই বিতর্ক এখন নতুন করে জোরালো হয়েছে। তবে মেসির ম্যানেজারের মন্তব্যে বোঝা যাচ্ছে, সবার কাছে মেসি এখনও সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর