ট্রাম্পের আদেশে রূপান্তরকামী অ্যাথলিটদের খেলার ওপর নিষেধাজ্ঞা

ব্যুরো নিউজ , ৬ ফেব্রুয়ারি :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসে এক গুরুত্বপূর্ণ আদেশনামায় স্বাক্ষর করেছেন, যা মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পক্ষে। শুধু তাই নয়, তিনি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপর চাপ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। ট্রাম্পের মতে, মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণের জন্য “সেক্স” (বায়োলজিক্যাল দিক) প্রধান বিবেচ্য হওয়া উচিত এবং লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের মাত্রা কোনোভাবেই অংশগ্রহণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে মান্য করা উচিত নয়।

হার্দিক পান্ডিয়া ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: চাপের মুহূর্তে শান্ত থাকার কৌশল জানালেন ভারতের তারকা অলরাউন্ডার

রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ!

এই পদক্ষেপটি মহিলাদের খেলাধুলায় ন্যায্যতা এবং প্রতিযোগিতার সুরক্ষা নিশ্চিত করবে, ট্রাম্পের এমন বক্তব্য।তিনি আরও বলেছেন, ২০২৮ সালে যখন লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে, তার আগেই এই “অযৌক্তিক” নিয়ম পরিবর্তন করা উচিত। ট্রাম্পের এই আদেশনামার মাধ্যমে মার্কিন প্রশাসন আইওসির উপর চাপ প্রয়োগের ক্ষমতা পাবে, যা মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করবে।

এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আইওসি, এবং লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আয়োজক কমিটি থেকেও এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, এই বিষয়ের উপর আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অবস্থান এখনও স্পষ্ট নয়। বিভিন্ন খেলাধুলার আন্তর্জাতিক সংস্থাগুলির নিজস্ব নিয়ম রয়েছে এবং আইওসি সেগুলো নির্ধারণের দায়িত্ব প্রতিটি সংস্থার উপর ছেড়ে দিয়েছে। যেমন, বিশ্ব অ্যাকোয়াটিক্সে রূপান্তরকামী অ্যাথলিটদের জন্য কঠোর নিয়ম রয়েছে, তবে ট্রায়াথলনের নিয়ম অনেকটা শিথিল।

সইফ আলি খানকে ছুরিকাঘাত: অভিযুক্ত শেহজাদ গ্রেফতার এবং চুরির পরিকল্পনা ফাঁস

এছাড়া, আইওসি প্রেসিডেন্ট টোমাস বাখের মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং তার পরবর্তী প্রধান হিসেবে সেবাস্তিয়ান কো’র নাম উঠে আসছে, যিনি কিছুটা ট্রাম্পের মতামত পোষণ করেন। কো, যিনি বিশ্ব অ্যাথলেটিক্সের প্রধান, গত বছর ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতিযোগিতাগুলিতে রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করেছিলেন। যদি তিনি আইওসি প্রেসিডেন্ট হন, তবে অলিম্পিক কমিটির নীতিমালা কোথায় গড়াবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন কতটা প্রভাব ফেলতে পারবে আইওসির উপর এবং তাদের নিয়ম পালটানোর ক্ষেত্রে কোন পথে হাঁটবে অলিম্পিক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর