ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:মেক্সিকোর পর এবার কানাডাকেও শুল্ক নীতির কঠোরতার হাত থেকে কিছুটা স্বস্তি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করেছেন তিনি। এর আগে, সোমবার রাতে, ট্রাম্প মেক্সিকোর পণ্যের উপরও একই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শুল্ক বসানোর বিষয়টি যেহেতু ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে, তাই কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর এই সিদ্ধান্ত এখনই কার্যকর হবে না।
অসুস্থ অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস
আলোচনা করে এই সিদ্ধান্ত
এই শুল্ক চাপানোর সিদ্ধান্তের আগে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি চিন, মেক্সিকো এবং কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বসাতে চান। চিনের পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছিল। তবে, শেষ মুহূর্তে ট্রাম্প তার এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্তে পৌঁছান।
কানাডার উপর শুল্ক চাপানোর অন্যতম কারণ ছিল ফেন্টানাইল, একটি মাদক যা ব্যথার উপশমে মরফিনের চেয়েও বেশি শক্তিশালী। ট্রাম্পের অভিযোগ ছিল, কানাডা হয়ে এই মাদক আমেরিকায় প্রবেশ করছে। তবে, ট্রুডো এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং দাবি করেন, আমেরিকায় যে পরিমাণ ফেন্টানাইল পাওয়া যায়, তার মাত্র এক শতাংশই কানাডা থেকে আসে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ট্রুডো আশ্বাস দিয়েছেন যে, কানাডা এই মাদক প্রবাহ রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করবে।
উড়িষ্যার কাছ থেকে শিক্ষা নেবে কি মমতা ব্যানার্জি?
ট্রুডোর এই আশ্বাসের পরই ট্রাম্প সিদ্ধান্ত নেন, শুল্ক চাপানোর পরিকল্পনা স্থগিত রাখা হবে। ট্রুডো তাঁর সমাজমাধ্যমে জানিয়েছেন, কানাডা সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য ১৩০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা করেছে, যা নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং অন্যান্য পরিকাঠামোর উন্নয়নে ব্যয় হবে। ট্রাম্পও একই ধরনের এক পোস্টে জানিয়েছেন, কানাডা সীমান্তে ১০ হাজার কর্মী মোতায়েন করবে এবং ফেন্টানাইল, আর্থিক দুর্নীতি ও অপরাধ দমনে একটি যৌথ বাহিনী তৈরি করা হবে।এছাড়া, আমেরিকার পক্ষ থেকে ২০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ফেন্টানাইল আমেরিকায় প্রবাহিত হওয়ার পথ রোধ করা যায়। ট্রাম্প এর মাধ্যমে সবাই উপকৃত হবে বলে জানিয়েছেন।