ইভিএম নিউজ ব্যুরোঃ কখনও চালের ড্রামে মরা ইঁদুর, কখনো পাতে দেওয়া ডালের মধ্যে মরা সাপ বা টিকটিকি। রাজ্য স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে এমনই একাধিক অভিযোগে বারবার সরগরম হয়েছে, একের পর এক জেলা। বিরোধীদল বিজেপির রাজ্য নেতৃত্বের মাধ্যমে সেই অভিযোগ পৌঁছে গেছে দিল্লিতেও। আর তারপরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট একাধিক দফতর। ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলির পঠনপাঠন ও মিড ডে মিল সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে, একাধিক জেলায় এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কয়েকটি দল।
এবার রাজ্যের অস্বস্তি বাড়িয়ে জেলার পাশাপাশি কলকাতাতেও স্কুলগুলির পঠন-পাঠন আর মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে, কেন্দ্রের ১১ জনের একটি প্রতিনিধিদল।
সূত্রের খবর, কলকাতায় নথিভূক্ত প্রায় ১৫৩৮টি প্রাথমিক স্কুলের মধ্যে, মাত্র ৬৯ টি স্কুলে মিড ডে মিল রান্না হয়। এছাড়াও ১১৩ টি উচ্চ প্রাথমিক স্কুলেও ছাত্রছাত্রীদের দুপুরের খাবারের জন্য রান্না হয়। এছাড়া শহরের বাকি সব স্কুলের রান্না হয় ক্লাস্টার কিচেনে। কলকাতায় মোট ক্লাস্টার কিচেনের সংখ্যা ১১৩। একেকটি ক্লাস্টার কিচেনে গড়ে ১০ থেকে ১৫টি স্কুলের মিড ডে মিলের রান্না হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। কিন্তু যেভাবে রাজ্যের একের পর এক জেলার সরকারি প্রাথমিক আর উচ্চপ্রাথমিক বিদ্যালয় থেকে, নানা অসঙ্গতির অভিযোগ আসছে, আর অভিযোগ আসার অপেক্ষায় বসে না থেকে, আগেভাগেই পদক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যই এবার শহরে স্কুলগুলিতেও কেন্দ্রীয় প্রতিনিধিদের অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, সরকারিসূত্রে জানা গেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর