ইসরোর নতুন চেয়ারম্যান কে হবেন?

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে ভি নারায়ণের নাম ঘোষণা করা হয়েছে। তিনি শুধু চেয়ারম্যানই হবেন না, বরং মহাকাশ দফতরের সচিবের দায়িত্বও তিনি পালন করবেন। বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ আগামী ১৪ জানুয়ারি দায়িত্ব ছাড়বেন এবং ওই দিনই ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নারায়ণ।মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানায়, আগামী দুই বছরের জন্য ইসরোর চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ভি নারায়ণ। তিনি আগে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের (এলপিএসসি) প্রধান ছিলেন। এছাড়া, ভ্যালিয়ামারার দায়িত্বও তিনি সফলভাবে সামলেছেন।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, আরও ৯৬ জনের নাম তালিকায়

রৌপ পদক

নারায়ণ ভারতীয় মহাকাশ গবেষণায় বিশেষ অবদান রেখেছেন, বিশেষত ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে, যা মহাকাশযান উৎক্ষেপণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি।ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ অভিযানের নেপথ্যে রয়েছে নারায়ণের অবদান। তিনি প্রপালশন সিস্টেম এবং লঞ্চযানের নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর কাজ করেছেন। বর্তমানে তিনি ইসরোর গগনযান প্রজেক্টের সঙ্গে যুক্ত, যা ভারতের প্রথম মানববাহী মহাকাশ অভিযান হবে। এই প্রকল্পের জন্য তিনি জাতীয় স্তরের মানব রেট সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানও।ভি নারায়ণ তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর প্রাথমিক শিক্ষা। পরে পশ্চিমবঙ্গের খড়্গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। স্নাতকোত্তরে তিনি প্রথম স্থান অধিকারী ছিলেন এবং রৌপ পদক লাভ করেন।

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর! নতুন প্রজন্ম কি পারবেন তাঁদের অভাব পূর্ণ করতে?

১৯৮৪ সালে তিনি ভারতীয় মহাকাশ সংস্থায় যোগ দেন, এবং তারপর থেকে মহাকাশ গবেষণায় তাঁর অবদান অপরিসীম। ২০১৮ সালে তিনি এলপিএসসি-এর ডিরেক্টর হন।এ প্রসঙ্গে নারায়ণ বলেন, “আমাদের কাছে ভারতের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে, যা ইসরোকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমাদের কাছে দুর্দান্ত প্রতিভা রয়েছে।” ইসরোর পুরনো চেয়ারম্যান এস সোমনাথ ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাঁর নেতৃত্বে ভারত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম রোভার অবতরণকারী হিসেবে ইতিহাস সৃষ্টি করে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর