ব্যুরো নিউজ,৭ জানুয়ারি:চিনের ভাইরাস নিয়ে চলছে শোরগোল, আর সেই ভাইরাস হলো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। এখন সেই ভাইরাস ভারতে ধরা পড়েছে, আর এই খবরের পর থেকেই এক নতুন আতঙ্ক শুরু হয়ে গেছে। বিশেষ করে করোনা ভাইরাসের অতিমারি চলাকালীন লকডাউনের তিক্ত অভিজ্ঞতা সবার মনে রয়ে গেছে, তাই এই নতুন ভাইরাসের কারণে আবার কি লকডাউন হবে, এমন উদ্বেগ শুরু হয়েছে।
ভারতে শীঘ্রই আসছে বুলেট ট্রেন, জানালেন প্রধানমন্ত্রী মোদী
সিঁদুরে মেঘ
চিনে করোনা ভাইরাসের ভয়াবহতার পর, ভারতীয়রা এবার নতুন ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে। ডিসেম্বর-জানুয়ারি মাসের ত্রাহি-স্পর্শে সিঁদুরে মেঘ দেখা যাওয়ায় অনেকেই আবার ভয় পাচ্ছেন। সেই আতঙ্কে দ্রুত সোশ্যাল মিডিয়াতে ‘লকডাউন’ শব্দটি ট্রেন্ডিং হয়ে ওঠে। তবে, ভারতের কেন্দ্রীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর) পরিস্থিতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।আইসিএমআর জানিয়েছে, “এইচএমপিভি কোনও নতুন ভাইরাস নয়। এই ভাইরাস অতীতে ভারতে ছিল এবং এখনো রয়েছে। নতুন কিছু ঘটেনি।” গত সোমবার বিকেল পর্যন্ত ভারতে তিনজন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে দুটি শিশু কর্নাটকের বেঙ্গালুরুতে এবং একটি শিশু গুজরাতের আহমেদাবাদে আক্রান্ত। তবে, এই ভাইরাস ফুসফুসে সমস্যা সৃষ্টি করতে পারে, তবুও ফুসফুসের গুরুতর সমস্যা বা কোনও বড় অসুস্থতার খবর পাওয়া যায়নি।
ভারত-ইংল্যান্ডের ৫টি টি-২০ ও ৩টি ওয়ান ডে ম্যাচ কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে? দেখে নিন সূচি।
আইসিএমআর আরও জানায়, “আমরা কড়া নজরদারি রাখছি এবং এর কোনও বড় প্রভাব এখনো দেখা যায়নি। ভারতে বা অন্যান্য দেশে এই ভাইরাসের সংক্রমণ আগেও হয়েছিল এবং এখনও তা রয়েছে।” একই মন্তব্য করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাওও। তিনি জানান, “এই ভাইরাস প্রথম ২০০১ সালে আবিষ্কৃত হয়েছিল। এর সংক্রমণে কিছু মানুষ একটু বেশি অসুস্থ হয়ে পড়েন, তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।” এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানিয়েছে আইসিএমআর। তবে, সচেতনতা বজায় রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।