মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদীর

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর:প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনমোহনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে নানা স্মৃতি রোমন্থন করেছেন। মোদী বলেছেন, “মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন আমাদের প্রায়ই কথা হতো। আমি তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম, আর সরকার পরিচালনার নানা বিষয়ে আমরা আলোচনা করতাম। তিনি সবসময়ই তার গভীর জ্ঞানের পরিচয় দিতেন।”

মনমোহন সিং একজন ভারতের অর্থনীতি রূপান্তরের অগ্রদূত

দেশ শোকস্তব্ধ


মনমোহনের মৃত্যুতে দেশ শোকস্তব্ধ। মোদী আরও বলেন, “মনমোহনজি ছিলেন এক শ্রদ্ধেয় দেশনায়ক। তাঁর মৃত্যুতে সারা দেশ শোকাহত। তিনি এক অসামান্য অর্থনীতিবিদ ছিলেন, এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সংসদে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করেছেন।”

ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজ কাশ্মীরেঃ ট্রেন পরিষেবা কবে চালু?

মনমোহন সিংহ ৯২ বছর বয়সে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাত ৮টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানেই তাঁর মৃত্যু ঘটে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর প্রস্থান দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিসরে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর