শীতে ঘরের গাছের যত্ন কিভাবে নেবেন?

ব্যুরো নিউজ,২৪ ডিসেম্বর:শীতকালে গাছের যত্ন একটু ভিন্ন পদ্ধতিতে করতে হয়। ঠান্ডার কারণে জল দেওয়া থেকে শুরু করে আলো পাওয়া পর্যন্ত সবকিছুতেই কিছুটা বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে যাঁরা ঘরের ভেতর গাছ রাখেন, তাঁদের জন্য শীতকালীন যত্নের টিপস খুবই গুরুত্বপূর্ণ।

ঋত্বিক চক্রবর্তীর পোস্ট নিয়ে বিতর্কঃ ‘হিংসায় জ্বলছেন’ অভিনেতা, দেব-ভক্তদের কটাক্ষে জেরবার

শীতে ঘরের গাছের যত্নের টিপস

১. জল কম দিন:

শীতকালে গাছে বেশি জল দেওয়া প্রয়োজন হয় না। মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। টবের নিচের প্লেটে জল জমে থাকলে তা পরিষ্কার করুন, কারণ অতিরিক্ত জল গাছের শিকড়ে পচন ধরাতে পারে।

২. জলের তাপমাত্রা:

গাছকে বরফ-ঠান্ডা জল দেবেন না। ঘরের তাপমাত্রায় রাখা জলই ব্যবহার করুন। শীতে গাছ বিশ্রামে থাকে, তাই ঠান্ডা জল তাদের জন্য ক্ষতিকর হতে পারে।

২৫ ডিসেম্বর সূর্য-মঙ্গলের প্রতিযুতি যোগঃ কোন রাশির জন্য আসছে শুভ সময়? জানুন

৩. আলোতে রাখুন:

শীতকালে দিনের আলো কম হয়। তাই গাছকে এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায়। মাঝে মাঝে টবটি ঘুরিয়ে দিন যাতে গাছের সব দিক আলো পায়।

৪. সার দেওয়া থেকে বিরত থাকুন:

শীতে গাছ সাধারণত সুপ্ত অবস্থায় থাকে। এ সময় অতিরিক্ত সার দেওয়া গাছের জন্য বিরক্তিকর হতে পারে। বসন্ত আসার পর সার দেওয়া শুরু করুন।

৫. টব বদল করবেন না:

যদি টব বদলানোর প্রয়োজন হয়, তা বসন্ত পর্যন্ত স্থগিত রাখুন। শীতের সময় গাছের শিকড়ের জন্য টব বদলানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

সুরের কিংবদন্তি মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকীতে স্মৃতিচারণ

অতিরিক্ত টিপস

  • ঘরের আর্দ্রতা বজায় রাখুন।
  • গাছের পাতাগুলি মাঝে মাঝে মুছে দিন যাতে ধুলো জমে না।
  • গাছের চারপাশে বেশি ঠান্ডা হাওয়া ঢুকতে না দেয়ার চেষ্টা করুন।

আপনার গাছকে সুস্থ রাখতে এই সহজ পদ্ধতিগুলি মেনে চলুন এবং শীতকালেও সবুজের সতেজতা উপভোগ করুন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর