জুঁই ফুল

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:প্রায় সারা বছরই মশা এবং মাছির উপদ্রব আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে। মশার কামড় থেকে হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং আরও নানা বিপজ্জনক রোগ। এ থেকে বাঁচতে আমরা স্প্রে, কয়েল বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করি যা ব্যয়বহুল এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ঘরোয়া একটি সহজ উপায় হলো জুঁই ফুল ব্যবহার করা।

সন্তান পালনে ‘লাইট হাউস পেরেন্টিং’ কি জেনে নিন

মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়:

জুঁই ফুলের তীব্র সুবাস মশা এবং মাছি সহ্য করতে পারে না। তাই ঘরে এই ফুল রাখলেই পোকামাকড় দূরে থাকে।জুঁই ফুল ঘরে রাখলে মশা-মাছি ছাড়াও অন্যান্য পোকামাকড়ের উপদ্রবও অনেকটা কমে। এটি প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি যেখানে কোনও রাসায়নিকের ব্যবহার নেই।

কলকাতার একেবারে কাছেই ঘুরে আসুন একদিনের জন্য বাঁকিপুটের শান্ত পরিবেশে

বলারেখা দূর করতে: জুঁই ফুলের নির্যাস মুখে লাগালে বলিরেখা কমে।

ত্বকের দাগ-ছোপ কমায়: ফুলের নির্যাস নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ।

ডায়াবেটিসে উপকারী:
জুঁই ফুলের নির্যাস বা চা সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটি রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল রাখতে সাহায্য করে।

শীতকালে বয়স্কদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় টিপস

কীভাবে ব্যবহার করবেন?

  • ঘরের বিভিন্ন স্থানে জুঁই ফুল সাজিয়ে রাখুন।
  • ত্বকের যত্নে জুঁই ফুলের পেস্ট তৈরি করে মুখে লাগান।
  • জুঁই ফুল দিয়ে চা তৈরি করে পান করুন।

জুঁই ফুল শুধুমাত্র ঘরকে পোকামাকড় মুক্ত রাখে না এটি স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্যও অত্যন্ত উপকারী। কেমিক্যাল ছাড়া মশা তাড়ানোর পাশাপাশি এটি ত্বকের যত্ন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর