পৃথ্বী শ’র জন্য সতর্কবার্তা

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি পৃথ্বী শ। তবে পুরো টুর্নামেন্টে তার ওপেনিং পারফরম্যান্স খারাপ ছিল না। মুম্বইয়ের হয়ে টি-২০ প্রতিযোগিতায় তিনি ১৯৭ রান করেন, গড় ২১.৮৮। তবে শেষ দুই ম্যাচে মাত্র ৮ এবং ১০ রানে আউট হয়ে যান। পৃথ্বীর এই পারফরম্যান্স এবং সাম্প্রতিক আচরণ নিয়ে সতীর্থ ও প্রাক্তন ক্রিকেটাররা তাকে পরামর্শ দিয়েছেন।

আইপিএল নিলামের দ্বিতীয় দিন : কোন দলের হাতে কত টাকা আর কতজন ক্রিকেটার প্রয়োজন?

দায়বদ্ধতা ও পেশাদারিত্ব বাড়ানোর দিকে নজর


মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন পৃথ্বী একজন প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু ওকে নিজের কাজের প্রতি আরও দায়বদ্ধ হতে হবে। প্রতিভা থাকলেই চলবে না, ওয়ার্ক এথিকস এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই পর্যায়ে একজন পেশাদার ক্রিকেটারের এটা নিজে থেকেই বুঝতে হবে। শ্রেয়স আরও যোগ করেন ওকেই নিজের ফোকাস বাড়াতে হবে। অতীতে ও প্রমাণ করেছে যে ও পারফর্ম করতে পারে। এবার ওকেই নিজের ভুলগুলো ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে শোধরাতে হবে।শুধু অধিনায়ক নয়, দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন সহকারী কোচ প্রবীণ আমরেও পৃথ্বীর শৃঙ্খলাভঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, দিল্লি ম্যানেজমেন্ট অনেক দিন পৃথ্বীকে সমর্থন করেছে। কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে না পারায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

পিভি সিন্ধু বাগ্‌দান সারলেন বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে, কোথায় বসবে বিয়ের আসর?

পৃথ্বী এবার আইপিএলের নিলামেও কোনো দল পাননি। প্রবীণের কথায় প্রতিভা থাকলেই সব হয় না। আশা করি, আইপিএলে দল না পাওয়ার অভিজ্ঞতা পৃথ্বীর চোখ খুলে দেবে।পৃথ্বীকে শৃঙ্খলা এবং শারীরিক ফিটনেসের ওপর মনোযোগ দিতে হবে। ইতিমধ্যেই রঞ্জি ট্রফির দল থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। ক্রিকেট কেরিয়ার বাঁচাতে এইবার তাকে নিজের দায়বদ্ধতা ও পেশাদারিত্ব বাড়ানোর দিকে নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর