ত্বকের শুষ্কতা দূর করতে আপনাদের জন্য রইল ১০টি সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়া স্বাভাবিক। বাজারের কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার না করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকবে। নীচে ১০টি কার্যকর প্রাকৃতিক ময়েশ্চারাইজারের তালিকা ও ব্যবহার পদ্ধতি দেওয়া হলো।

রকেট উৎক্ষেপণে কেন প্রয়োজন হয় লক্ষ লক্ষ লিটার জল? জানুন এর বৈজ্ঞানিক কারণ

তালিকা

১. শিয়া বাটার (Shea Butter)

 এতে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন রয়েছে যা গভীরভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে।এটি সরাসরি ত্বকে লাগান বা নারকেল তেল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

কোনদিন ভেবে দেখেছেন কি লেডিস সাইকেলের মাঝে কেন রড থাকে না? জেনে নিন কারণটা।

২. নারকেল তেল (Coconut Oil)

  লরিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।স্নানের পর ভেজা ত্বকে ম্যাসাজ করুন।

পুরনো বোতলে মাটি ছাড়াই চাষ করুন ধনেপাতাঃ গোটা শীতকাল উপভোগ করুন তাজা ধনেপাতা

৩. অ্যালোভেরা জেল (Aloe Vera Gel)

  শুষ্কতা কমিয়ে ত্বককে নরম ও ময়েশ্চারাইজ করে।তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নারকেল তেল বা গ্লিসারিনে মিশিয়ে লাগান।

৪. অলিভ অয়েল (Olive Oil)

  এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা ত্বককে নরম রাখে।রাতে সরাসরি ত্বকে লাগান বা চিনির সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।

৫. জোজোবা তেল (Jojoba Oil)

  এটি দ্রুত শোষিত হয় এবং ত্বকের প্রাকৃতিক তেলের মতো কাজ করে।কয়েক ফোঁটা সরাসরি ত্বকে লাগান।

জানেন কি এই পাঁচটি বিরল প্রজাতির প্রাণী শুধুমাত্র ভারতেই পাওয়া যায়? জানুন তাদের সম্পর্কে

৬. মধু (Honey)

  প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট হিসেবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।সরাসরি মধু লাগান বা দইয়ের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন।

৭. আমন্ড অয়েল (Almond Oil)

  ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বককে কোমল করে।হালকা গরম করে ত্বকে ম্যাসাজ করুন।

৮. অ্যাভোক্যাডো (Avocado)

  প্রাকৃতিক তেল ও ভিটামিন ই ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে।পাকা অ্যাভোক্যাডো পেস্ট করে মাস্ক হিসেবে ব্যবহার করুন।

৯. কোকো বাটার (Cocoa Butter)

  ত্বকের রুক্ষতা দূর করে এবং আর্দ্রতা যোগায়। সরাসরি লোশন হিসেবে ব্যবহার করুন।

১০. রোজহিপ তেল (Rosehip Oil)

  এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে।শুষ্ক জায়গায় কয়েক ফোঁটা তেল লাগান।

 প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর