মেঘালয়ে দলীয় প্রচার কর্মসূচিতে এসেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা মেঘালয় ছাড়তে না ছাড়তেই তৃণমূলে ধাক্কা।তৃণমূল ছাড়লেন বিধায়ক সিতালং পালে। শুধু তৃণমূলের নয় পদত্যাগ করলেন অন্য ৪ বিধায়কও । এঁরা প্রত্যেকেই ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন। পদত্যাগীরা হলেন রাজ্য মন্ত্রীসভার রেনিংটন তোংখর, ও পিটি সকমি, কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক মায়রালবর্ন সইম এবং নির্দল বিধায়ক ল্যাম্বর মালগিয়াং। পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার মেটবাহ লিংডো। ১৮ জানুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছিল । উত্তর -পূর্ব ভারতের রাজনীতিতে এই দলাদলির ঘটনা খুব একটা নতুন নয়। ফলে এই বিষয়ে চিন্তিত মেঘালয় তৃণমূল । তৃণমূলের বিধায়কের সংখ্যা ১২। বিধায়কদের মধ্যে দল ছেড়েছেন ৩ জন। বুধবার সংখ্যাটি দাঁড়ায় ৪। ৬০ আসন বিশিষ্ট মেঘালয়ে তৃণমূল ৫৫ জন প্রার্থী দিচ্ছে। তার মধ্যে ৫২ জন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল । ইতিমধ্যেই আরও ৮ জনের নাম ঘোষণা করবে বলে জানা গিয়েছে। ফলে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে সামনে রেখেই তৃণমূল সরকার এই নির্বাচনে ঘুঁটি সাজাচ্ছে।
