ব্যুরো নিউজ,২১ নভেম্বর:উত্তরপ্রদেশের উপনির্বাচনে একের পর এক অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি (সপা)। বুধবার রাজ্যের নয়টি আসনে ভোটগ্রহণ চলাকালীন মাত্র ১০ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় ৮০টিরও বেশি অভিযোগ পোস্ট করেছে সপা। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভোট কারচুপি, সপা সমর্থকদের ভোট দেওয়ায় বাধা, এবং অন্যান্য অনিয়মের বিষয়ে। সপা সভাপতি অখিলেশ যাদব নিজেও ভোটারদের কাছে আবেদন করেছেন, যদি কোথাও ভোট দেওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়, তবে যেন সেই ঘটনার ভিডিও তুলে সপা-কে পাঠানো হয়, যাতে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।
রাজ্য পুলিশের বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশিকাঃ এখন অনলাইনে আবেদন, কোন তদ্বির আর নয়
আইনি ব্যবস্থা
তবে, সূত্রের খবর অনুযায়ী, সপা’র তরফে যে সব অভিযোগ উঠেছে, তার মধ্যে বেশ কিছু অভিযোগেরই সাড়া দিয়েছে নির্বাচন কমিশন। ফলস্বরূপ, পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ উঠেছে, তারা নির্বাচন কমিশনের নির্দেশ মানেননি এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে দু’জন কানপুর, দু’জন মুজাফ্ফরনগর এবং একজন মোরাদাবাদে কর্তব্যরত ছিলেন।এদিকে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপে সন্তুষ্ট নন সপা সভাপতি অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেছেন, দলের পক্ষ থেকে বহু অনিয়মের কথা নির্বাচন কমিশনকে জানানো হলেও, অধিকাংশ ক্ষেত্রে কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। তিনি কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। অখিলেশ আরও অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তারাই সপা সমর্থকদের ভোট দেওয়ায় বাধা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কর্মকর্তারা এসব করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের এক্সিট পোলঃ মহায্যুতি না মহা বিকাশ আঘাড়ি, কে হবে জয়ী?
সাংবাদিক সম্মেলনে অখিলেশ বলেছেন, ভোটগ্রহণের প্রথম থেকেই সপা সোশ্যাল মিডিয়ায় এই সব অভিযোগ পোস্ট করেছে, এবং নির্বাচন কমিশনকে ট্যাগ করে জানিয়েছে। তবে তাদের অভিযোগ অনুযায়ী, কমিশন কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। সপা’র পক্ষ থেকে ভোটে কারচুপি এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। অখিলেশ সপা সমর্থকদের ধৈর্য ধরতে আহ্বান জানিয়ে বলেছেন, ‘মন খারাপ করবেন না, ভোট দিয়ে ফিরে আসুন, যত সময় লাগুক না কেন, ওরা যতই চেষ্টা করুক।’