ব্যুরো নিউজ,২০ নভেম্বর:শীত পড়তেই ত্বকে শুষ্কতা, রুক্ষতা এবং প্রাণহীনভাব দেখা দিতে শুরু করে। শুষ্ক বাতাস ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় ফলে চুলকানি, আঁচড়ের দাগ সাদা খুশকির মতো সমস্যা দেখা দেয়। যদি আপনিও এই সময় শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন তাহলে আপনার বিউটি রুটিনে দই ফেস মাস্ক যোগ করার সময় এসেছে।
দ্রুত লম্বা করতে চান চুল? জানেন কিভাবে ব্যবহার করবেন মেথি!
দইয়ের ফেস মাস্ক কীভাবে ব্যবহার করবেন?
দই শুধু স্বাস্থ্যরক্ষায় নয়, ত্বকের যত্নেও অত্যন্ত উপকারী। এতে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, এবং প্রোটিন থাকে, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বক মসৃণ করে এবং ব্রণ ও দাগ কমায়। তৈলাক্ত, শুষ্ক বা মিশ্র ত্বক—সব ধরনের ত্বকের জন্যই দই উপকারী। নিয়মিত ব্যবহার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে।
রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে আজ থেকে ব্যাবহার করুন ঘরোয়া ফেসপ্যাক, দ্রুত মিল্বে ফল
১. মধু ও দই ফেস মাস্ক:
দুই টেবিলচামচ দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে এবং দই ত্বককে মসৃণ করে।
২. দই ও হলুদের প্যাক:
এক চামচ দইয়ের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ব্রণ কমাতে সাহায্য করে।
শীতের ঠোঁটের কালচে ভাব দূর করে ফিরে আনুন গোলাপি আভা
৩. দই ও ওটস স্ক্রাব:
দইয়ের সঙ্গে সামান্য ওটস মিশিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করুন। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে মসৃণ করে।
ফেস মাস্ক মুখে লাগানোর আগে ত্বক পরিষ্কার করে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে শীতের শুষ্ক ত্বকে আর্দ্রতা ও গোলাপি আভা বজায় থাকবে।