ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :শীতের আগমনী বার্তা নিয়ে রাতের তাপমাত্রা ক্রমেই কমছে রাজ্যজুড়ে। শহর কলকাতার পাশাপাশি পারাপতনের সাক্ষী হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা না থাকলেও। ধীরে ধীরে পারাপতনের এই ধারা বজায় থাকবে।
হাওড়া স্টেশনে বেআইনি সোনার কারবার! ধৃত ব্যক্তি পুলিশের জালে
রাজ্য জুড়েই ধরা পড়ছে শীতের ছোঁয়া
বর্তমানে আবহাওয়া বেশ শুষ্ক। গত ২৪ ঘণ্টায় রাতের দিকে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারা ইতিমধ্যেই ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকি আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছানোর সম্ভাবনা।
“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর তার পরিবার চোর” বিস্ফোরক শুভেন্দু
বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে কুয়াশার প্রভাব তীব্র হতে পারে। উত্তরে দার্জিলিং এবং দক্ষিণে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং শ্রীনিকেতনে কুয়াশার প্রকোপ বেশি দেখা যাবে। পুরুলিয়ায় ইতিমধ্যেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যান্য জেলাগুলির পরিস্থিতি উল্লেখযোগ্য। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৬, আসানসোলে ১৭.৬, বাঁকুড়ায় ১৮, দার্জিলিংয়ে ৬.৮, কালিম্পঙে ১৪.৫, কোচবিহারে ১৬.৬, আলিপুরদুয়ারে ১৭.৭, এবং জলপাইগুড়িতে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমতল—রাজ্য জুড়েই শীতের ছোঁয়া ধরা পড়ছে। তবে শহরের মানুষকে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।