ব্যুরো নিউজ,১৪ নভেম্বর:নবান্নে সরকারের কাজের প্রক্রিয়া আরো আধুনিক হতে চলেছে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের অনেক দফতরে কাজের বেশ কিছু অংশ খাতায় কলমে হতো, বিশেষ করে কর্মীদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এখন সেই প্রথারও পরিবর্তন হতে চলেছে। সরকারি কর্মীদের হাজিরা নেওয়ার জন্য এখন থেকে কেবলমাত্র বায়োমেট্রিক সিস্টেমই গ্রহণ করা হবে। অর্থাৎ, আর কোনোভাবেই খাতায় সই করে হাজিরা দেওয়া যাবে না। নবান্নের অর্থ দফতর থেকে এ বিষয়ে একটি লিখিত নির্দেশ জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, এখন থেকে শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়া হবে।
নীতীশ কুমারের পা ছুঁয়ে প্রণাম, মোদীর সঙ্গে করমর্দনঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
বায়োমেট্রিক সিস্টেম
আগে, বায়োমেট্রিক সিস্টেম চালু থাকলেও অনেক কর্মী সেটা এড়িয়ে খাতায় হাজিরা দিতেন। কারণ, কিছু কর্মী যারা বদলি হয়ে এসেছেন অথবা যারা পদোন্নতি পেয়ে নতুন দায়িত্বে এসেছেন, তারা নিয়মিত বায়োমেট্রিক সিস্টেমের আওতায় আসতে চাননি। এর ফলে পুরোনো পদ্ধতিতে হাজিরা খাতায় সইয়ের চল চলছিল। তবে, এখন থেকে সেই ব্যবস্থা আর থাকবে না। সব কর্মীকেই বায়োমেট্রিক সিস্টেমের আওতায় আসতে হবে।বায়োমেট্রিক ব্যবস্থার সুবিধা হল, এতে হাজিরা নেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হয় এবং কোনো ধরনের কারচুপি করা যায় না। পাশাপাশি, সময়মতো অফিসে উপস্থিত থাকার জন্য কর্মীদের উপর চাপও তৈরি হয়। আগে খাতায় সই করার সময় কর্মীরা এসে সই করতেন, কিন্তু আসল সময়মতো অফিসে না এসে সই করে দিতেন। বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে এইসব জটিলতা অনেকটাই দূর করা সম্ভব।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভোট দিতে এলেন মহেন্দ্র সিং ধোনি, ভক্তদের মধ্যে সীমাহীন উৎসাহ
এটি একমাত্র অর্থ দফতরেই নয়, গোটা নবান্নের কর্মীদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি। সরকারের লক্ষ্য হলো, যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম দূর করে আরও কার্যকরী, আধুনিক এবং স্বচ্ছ প্রশাসন তৈরি করা। দীর্ঘদিন ধরে এই ধরনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে এবং এবার তা বাস্তবায়িত হতে চলেছে।এটা প্রথম নয়, গত এক বছর ধরে সরকার কর্মীদের বারবার নির্দেশ দিয়েছিল যেন তারা বায়োমেট্রিক সিস্টেমে হাজিরা দেন। এবার সেই সিস্টেমকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।