ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : উৎসবের হাওয়ায় এবার আসছে রাস পূর্ণিমা, যা বিশেষত শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তির মহিমায় উদযাপিত হয়। বাংলার নানা প্রান্তে কার্তিক মাসের পূর্ণিমা ঘিরে ভক্তদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। কার্তিক পূজা ঘিরে বিশ্বাস, দেব সেনাপতি কার্তিকের কৃপায় ঘরে আসতে পারে পুত্র সন্তান, সংসারের ধন-সম্পদ বৃদ্ধি পায় এবং আয়ও বাড়ে। আবার অনেকের মতে, কার্তিকের পূজা করলে মঙ্গলের গ্রহ জনিত শুভফলও লাভ করা যায়।
এই ম্যাজিক্যাল ফেসপ্যাকে ব্যাবহার করলে সাথে সাথেই ফিরে আসবে আপনার ত্বকের জেল্লা
রাসযাত্রার তিথি এবং তারিখ
রাস পূর্ণিমা ও তার মাহাত্ম্য: রাস পূর্ণিমা মূলত শ্রীকৃষ্ণ ও রাধার প্রতি ভক্তির নিবেদন। মথুরা, বৃন্দাবন, ওড়িশা, অসম ও মণিপুর সহ নানা স্থানে রাস পূর্ণিমার দিন বিশেষভাবে রাস উৎসব উদযাপিত হয়। নদিয়ার শান্তিপুরে এই সময় ‘ভাঙ্গারাস’ নামক ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন হয়। বৈষ্ণব ধর্মের অনুসারীরা রাস পূর্ণিমাকে শ্রীকৃষ্ণ প্রেমের উৎসব হিসেবে পালন করে থাকেন। জনশ্রুতি অনুযায়ী, গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমে সংসার ত্যাগ করেন, কিন্তু অহংকারের কারণে শ্রীকৃষ্ণ তাদের থেকে দূরে চলে যান। এরপর গোপিনীরা তার স্তব করতে থাকেন, এবং শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক কষ্ট থেকে মুক্তি দেন।
মঙ্গল গ্রহের বিপরীতমুখী গতির জন্য ঘটতে পারে এই তিন রাশির জীবনে অমঙ্গল!
কবে পড়ছে রাস পূর্ণিমা? ২০২৪ সালে রাস পূর্ণিমা পড়েছে ১৫ নভেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ২৯ কার্তিক। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, পূর্ণিমা তিথি ১৫ নভেম্বর সকাল ৬টা ২১ মিনিটে শুরু হয়ে রাত ২টা ৫৯ মিনিটে শেষ হবে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হবে ১৪ নভেম্বর ভোর ৫টা ১৩ মিনিটে এবং শেষ হবে ১৫ নভেম্বর রাত ৩টা ২ মিনিটে। এই বিশেষ দিনটি ভক্তদের কাছে শ্রীকৃষ্ণ ও রাধার মহিমা উদযাপনের গুরুত্বপূর্ণ উপলক্ষ।