বউবাজারে নতুন সুড়ঙ্গ নির্মাণে এগোচ্ছে কাজ

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :বিপর্যয় ঠেকাতে বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পে লাগানো হচ্ছে স্টিলের সুরক্ষামূলক রিং। বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বহুবার বাধার মুখে পড়েছে কাজ, কখনও বাড়িতে ফাটল তো কখনও সুড়ঙ্গে জল ঢোকার সমস্যায় জেরবার হতে হয়েছে প্রকল্পকে। এবার সেই জটিলতা কাটিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শেষ ধাপের কাজ শুরু করল প্রকল্প রূপায়ণকারী কেএমআরসিএল।

আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ, এবার খাঁচার মধ্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা

যাত্রীদের নিরাপত্তায় টানেলে স্টিলের রিং

বউবাজারের ভূ-গর্ভে টানেল খননের সময় জল ঢোকার সমস্যা ছিল বারবার। তাই এইবার সুরক্ষার জন্য প্রকল্পের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়াররা কংক্রিটের সুড়ঙ্গের ভিতরে আরেকটি লোহার সুড়ঙ্গ তৈরির উদ্যোগ নিয়েছেন। এই লোহার রিং বা প্লেটগুলো ১০৮ মিটার ও ৯২ মিটার জায়গা জুড়ে বসানো হবে। যা ভূগর্ভস্থ জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করবে এবং টানেলকে আরও মজবুত করবে। প্রকল্পের ইঞ্জিনিয়ারদের মতে এই রিং বসানোয় কাজটি দ্রুত সুরক্ষিতভাবে সম্পন্ন করা যাবে।

 দিল্লিতে বাজি নিষেধে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

বউবাজারের ভূ-গর্ভে আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। যার ফলে স্থানীয়দের ক্ষোভ ও বাড়িঘরে ফাটল ধরার মত বিপত্তি দেখা গিয়েছে। তাই এবার বাড়তি সুরক্ষার জন্য মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সংস্থা আইটিডি-র কর্তা রূপক সরকারের মতে, এই সুরক্ষামূলক স্টিল রিং লাগানোর পর ঝুঁকি অনেকটাই কমবে। তিনি জানান, ‘বউবাজারের টানেলে সমস্যাগুলো কাটিয়ে এখন পুরোপুরি প্রস্তুত। অতিরিক্ত সতর্কতার জন্য আমরা টানেলে স্টিলের রিং বসাচ্ছি যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

আওয়ামি লিগের প্রতিবাদ মিছিলে হামলা, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের সংযোগ সম্পন্ন হবে বলে ধারণা প্রকল্প কর্তৃপক্ষের। ইতিমধ্যে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে যা যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটটি কার্যকর হলে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছানো যাবে কয়েক মিনিটেই। যা কলকাতা ও সংলগ্ন অঞ্চলের যাত্রীদের জন্য হবে এক নতুন যুগের সূচনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর