ব্যুরো নিউজ ১১ নভেম্বর :অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মাসিক পেনশনই জীবিকা নির্বাহের প্রধান ভরসা। সরকারি ও বেসরকারি কর্মীরা অবসরের পর ৫৮-৬০ বছর বয়স থেকেই পেনশন নির্ভর জীবনযাপন করেন। প্রতি মাসে পেনশন পেতে হলে প্রবীণ নাগরিকদের জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকার এই বছরও জীবন প্রমাণপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে। নির্দিষ্ট তারিখের মধ্যে প্রমাণপত্র না দিলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে।
পেঁয়াজের আকাশছোঁয়া দাম! চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তদের
জীবন প্রমাণপত্র জমা না দিলে কী হবে?
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! যাত্রীর কথায় চাঞ্চল্য
এই বছর ৮০ বছরের কম বয়সী পেনশনভোগীদের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা দিতে হবে। ডিজিটাল এবং অফলাইন উভয় মাধ্যমেই এটি জমা দেওয়া সম্ভব। ৮০ বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা ১ অক্টোবর থেকেই জীবন প্রমাণপত্র জমা দিতে শুরু করেছেন। শেষ তারিখ ৩০ নভেম্বর।
যারা নির্ধারিত সময়ের মধ্যে ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করবেন না তাদের ডিসেম্বর মাস থেকে পেনশন বন্ধ হয়ে যাবে।
২০২৫ মাধ্যমিক ফর্ম ফিলাপ হবে অনলাইনে, বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ
অনলাইনে জীবন প্রমাণ পোর্টালে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সাবমিট করা সম্ভব। যা লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে সাহায্য করে।যাদের চলাফেরা অসুবিধাজনক তাদের জন্য ব্যাঙ্কের এজেন্টরাই বাড়িতে গিয়ে প্রমাণপত্র সংগ্রহ করে আনেন। বিভিন্ন পোস্ট অফিসে বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে সরাসরি লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়।সরাসরি ব্যাঙ্কে গিয়েও লাইফ সার্টিফিকেট জমা করা যায়।