ব্যুরো নিউজ, ৭ নভেম্ববর :বিশ্ব এখন হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারি পৃথিবীর যেকোনো প্রান্তে। কিন্তু একই সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়ো ছবি ও তথ্যও। এই সমস্যা সমাধানে এবার নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে WhatsApp। যা ব্যবহারকারীদের সহজেই তাদের কাছে আসা ছবির সত্যতা যাচাই করতে সাহায্য করবে।
রান্নায় বেশি হলুদ পড়ে গেলে কী করবেন? সহজ কৌশলে খাবারের স্বাদ করুন নিখুঁত!
কি ভাবে দেখবে জেনে নিন
মুখে দুর্গন্ধ হচ্ছে ব্রাশ করার পরেও? প্রাকৃতিক উপায় এই সমস্যা দূর করুন
এই নতুন ফিচারটির নাম ‘Search On web’। এটি পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে চালু করা হয়েছে। শীঘ্রই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। ‘Search On web’ ফিচারটির কাজ শুরু করতে হলে প্রথমে আপনাকে যে ছবি পাঠানো হয়েছে সেই চ্যাটটি ওপেন করতে হবে। এরপর ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং সেখানে দেখতে পাবেন ‘Search On web’ অপশনটি। এই অপশনে ক্লিক করে আপনি সরাসরি গুগলে ছবিটির সার্চ করতে পারবেন। এর ফলে আপনি সহজেই জানতে পারবেন ছবিটি আসল নাকি ভুয়ো। তবে এর মাধ্যমে ছবিটি সেভ হবে না শুধুমাত্র ছবিটি সার্চ করা হবে গুগলে।
২৬টি আইফোন ১৬ প্রো ম্যাক্স পাচারের চেষ্টায় আটক মহিলা
এই ফিচারটি এখন শুধুমাত্র বেটা টেস্টারদের জন্য উপলব্ধ। তবে যত দ্রুত সম্ভব এটি সকলের জন্য চালু করা হবে। WhatsApp আরও একটি ফিচার চালু করেছে যার নাম ‘লিস্টস’। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাটগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে রাখতে পারবেন। যেমন, ‘পরিবার’, ‘অফিস’, ‘প্রতিবেশী’— এইভাবে চ্যাটগুলো আলাদা আলাদা করে সাজানো যাবে।যা ব্যবহারকারীদের আরও সহজে তাদের চ্যাটগুলোর সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। বিশেষ করে যারা বহু গ্রুপ ও ইউজারের সাথে নিয়মিত চ্যাট করেন তাদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।