ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :দীপাবলি উৎসবের মরশুমে ব্যাপক খরচের ধাক্কা সামলে উঠতে না উঠতেই, এবার আবারও বাড়তি খরচের বোঝা পড়তে চলেছে সাধারণের উপর। নভেম্বর বা ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের দাম। যেমন চা, বিস্কুট, তেল, শ্যাম্পু সহ বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্যের দাম বাড়ানো হতে পারে বলে জানা গেছে। উৎপাদন খরচ এবং মূল্যবৃদ্ধির প্রভাবেই জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এফএমসিজি কোম্পানিগুলির লাভের মার্জিন হ্রাস পেয়েছে। যা দাম বৃদ্ধির মূল কারণগুলির মধ্যে অন্যতম।
শীতের অপেক্ষায় দক্ষিণবঙ্গ! বাংলায় কবে ঢুকবে শীত ?
মাসকাবারি খরচে আবারও বাড়তি চাপ
কুমড়োর নৌকায় নদীপথে গিনেস বুকে তুললেন আমেরিকান গ্যারি!
এছাড়াও, কাঁচামাল যেমন পাম তেল, কোকা বিন, কফির দাম বেড়েছে, যার ফলে সামনের দিনগুলিতে এফএমসিজি পণ্যগুলির দাম বাড়ার সম্ভাবনা প্রবল। বৃহৎ কোম্পানিগুলির মধ্যে যেমন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, ম্যারিকো, আইটিসি এবং টাটা কনজিউমার প্রোডাক্টস তাদের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে।
উৎসবের মরশুমে ডেঙ্গিতে মৃত্যুর ছায়া, আতঙ্কে বিধাননগর
বর্তমানে শহরাঞ্চলে ভোগ্যপণ্যের ব্যবহার প্রায় ৬৫-৬৮ শতাংশ হলেও গ্রামীণ এলাকায় তা ৩০-৩২ শতাংশ। তবে সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেখা গেছে শহরের তুলনায় গ্রামাঞ্চলে তুলনামূলকভাবে বেশি বিক্রি হয়েছে। চড়া মূল্যের প্রভাবে সাধারণ মানুষের মাসকাবারি খরচে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।