কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ‘ প্রবাদটি মাথায় রেখেই কাজে লেগে পড়লো বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। পড়ুয়াদের নির্মিত এই ‘মোটোরাইজড ঢেঁকি’ পাড়ি দেবে এবার বাংলাদেশে। এইবিষয়ে বাংলাদেশের একটি সংস্থার কর্ণধার যন্ত্রটি কিনতে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে ঢেঁকির ব্যবহার অতীত। অতীতকে ফিরিয়ে আনতেই কলেজের পড়ুয়াদের এই প্রচেষ্টা। ২০১৯ সালে বৈদ্যুতিক ঢেঁকি তৈরি করেই ইতিহাস সৃষ্টি করেন ওই কলেজের পড়ুয়ারা।কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজ্য খাদি ও গ্রামোন্নয়ন উদ্যোগের পাশাপাশি কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয় এবং মহারাষ্ট্রের একটি প্রতিষ্ঠানেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই ঢেঁকি । এই প্রসঙ্গে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকার বলেন, শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই ‘ মোটোরাইজড ঢেঁকি ‘।