ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : কালীপুজো বা দীপাবলির আগে সস্তায় বাজি ও আলো কেনার চেষ্টা করলে বড় ধরনের সাইবার জালিয়াতির শিকার হতে পারেন। লালবাজার থেকে জানানো হয়েছে, এমন অনেক ভুয়ো ওয়েবসাইট রয়েছে যারা আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। সস্তায় বাজি কিনতে গিয়ে অনেকেই অচেনা ওয়েবসাইটে টাকা পাঠিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এমনকি, সাইবার অপরাধীরা ভুয়ো কিউআর কোডের মাধ্যমে প্রতারণা করেও গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।
সন্দীপ ঘোষের জামিনের শুনানিঃ হাই কোর্টে আগামী ৪ নভেম্বর পরবর্তী দিন ধার্য
জালিয়াতি থেকে সাবধান
সম্প্রতি কালীপুজো আয়োজকদের সঙ্গে একটি সমন্বয় সভায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা দীপাবলির আগে শহরবাসীকে সাইবার জালিয়াতি থেকে সাবধান হওয়ার পরামর্শ দেন। তার মতে, কেউ যদি প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নিয়ে টাকা ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। তবে দেরি হলে সেই সম্ভাবনা কমে যায়।লালবাজারের সাইবার অপরাধ দমন বিভাগের মতে, অনেকেই এই উৎসবের সময়ে অনলাইনে বাজি ও আলো কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইটে খোঁজ করেন। এই সুযোগেই ফাঁদ পাতে সাইবার জালিয়াতরা। পরিবেশবান্ধব সবুজ বাজি ছাড়া অন্যান্য বাজি নিষিদ্ধ থাকায়, অনেকে ইন্টারনেটে সস্তায় সবুজ বাজি খুঁজতে গিয়ে এই প্রতারণার শিকার হচ্ছেন। এই ওয়েবসাইটগুলোয় সস্তায় বাজি বিক্রির প্রলোভন দেখানো হলেও, আসলে ব্যাংক অ্যাকাউন্টের টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা।
পাশে থাকা ব্যক্তির নাক ডাকার আওয়াজে আপনি ঘুমোতে পারছেন না? এই ঘরোয়া টোটকা গুলিতেই মিলবে মুক্তি
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাজি বা আলো কেনার জন্য সরাসরি আসল এবং নির্ভরযোগ্য ওয়েবসাইটে গিয়েই কিনুন। সন্দেহজনক ওয়েবসাইটে গেলে তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসুন। তাছাড়া, অচেনা কিউআর কোড স্ক্যান করাও বিপদের কারণ হতে পারে। এর ফলে অপরাধীরা আপনার ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয় এবং সেই হিসেব থেকে টাকা সরিয়ে নেয়।দীপাবলির কেনাকাটায় সাইবার প্রতারণার শিকার থেকে বাঁচতে গ্রাহকদের অনলাইনে কেনাকাটা এবং টাকা লেনদেনের সময় সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে লালবাজার।