ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :ব্রণের সমস্যা সারা বছরই আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই তো? মুখের—সব জায়গায় ছোট বড় দানাগুলি সারতেও চায় না? এর জন্য আপনার চুলের অবস্থা দায়ী হতে পারে? মাথার ত্বকে খুশকি এবং চুলে রাসায়নিক প্রসাধনীর ব্যবহার আপনার মুখের ব্রণ এবং র্যাশের জন্য দায়ী হয়ে উঠতে পারে। তাই এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি।
চুলের সমস্যাও দূর করতে সর্ষের তেল উপকারিতা জানুন
সঠিক পদ্ধতিতে চুলের যত্নে নিন
প্রথমেই মনে রাখতে হবে চুলে থাকা ধুলোময়লা আপনার মুখে ব্রণের কারণ হতে পারে। তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কপাল বা পিঠে খুশকিজনিত ব্রণ সাধারণ ব্রণের চেয়ে আলাদা। সাধারণত এটি চুলের ফলিকল বা মাথার ত্বক থেকে সংক্রমণ শুরু হয়। মাথায় খুশকির সমস্যা বেড়ে গেলে তা থেকে ছত্রাকের সংক্রমণও হতে পারে। যা ব্রণর সমস্যা বৃদ্ধি করে।
পুজোর পরে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন এই সহজ ফেস প্যাকে
এদিকে, ব্লো ড্রাইয়ের মাধ্যমে চুল সুন্দর দেখানো হলেও যদি প্রতিদিন করা হয় তাহলে তা ব্রণের কারণ হয়ে উঠতে পারে। বেশি ব্লো ড্রাই করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, এবং ফলস্বরূপ ব্রণের সৃষ্টি হতে পারে। চুলে অতিরিক্ত রাসায়নিকযুক্ত হেয়ার জেল বা ক্রিম ব্যবহার করলে মুখে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরে থেকে কেনা রাসায়নিকযুক্ত পণ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
শীতে চুল পড়া রোধে কার্যকরী টোটকাঃ আমলকি, অ্যালো ভেরা ও জবা ফুল দিয়ে কিভাবে যত্ন নেবেন জেনে নিন
এছাড়া প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। কলা ও মধুর প্যাক অথবা ডিম ও অলিভ অয়েলের হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। নারকেল তেল চুলের ঘনত্ব বাড়ানোর পাশাপাশি মাথার ত্বককেও সুস্থ রাখে। অ্যালো ভেরাও মাথার ত্বকে সংক্রমণ রোধে কার্যকরী, কারণ এটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদানে সমৃদ্ধ।