sahara-desert-rainfall-impact

ব্যুরো নিউজ,১৪ অক্টোবর:সাহারা মরুভূমি সম্প্রতি একেবারে বদলে গেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে দুই দিনের প্রবল বৃষ্টি। দক্ষিণ পূর্ব মরক্কো সাধারণত শুকনো থাকে, সেখানে মাত্র ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র ২৫০ মিলিমিটারেরও কম। অথচ, সেপ্টেম্বরে এই দু’দিনের বৃষ্টিতে স্থানীয় কিছু জায়গায় বার্ষিক গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি জল জমেছে।

কিঞ্জল নন্দের আন্দোলন, রাজনীতি না অরাজনীতি

প্লাবনের সৃষ্টি

মরক্কোর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির ফলে প্লাবনের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে। যেখানে এক সময় ধূ ধূ বালি ছিল, এখন সেগুলি জলমগ্ন। মরুভূমির পাম গাছগুলোও কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। আরও আশ্চর্যজনক হলো, মরক্কোর ইরিকি হ্রদ, যা প্রায় ৫০ বছর ধরে শুকনো ছিল, সেখানেও জলে ভর্তি। নাসার স্যাটেলাইট চিত্রে সেই হ্রদও এখন পূর্ণ হয়ে উঠেছে।হোসেন ইউয়াবেব, মরক্কোর আবহাওয়া দফতরের এক আধিকারিক, জানান, গত ৩০ থেকে ৫০ বছরের মধ্যে এত স্বল্প সময়ের মধ্যে এরকম বৃষ্টি দেখা যায়নি। তবে এই ভারী বৃষ্টির কারণে মরক্কোয় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

এয়ার ইন্ডিয়ায় বোমাতঙ্ক জরুরি অবতরণ দিল্লিতে

বৃষ্টির ফলে বিভিন্ন জলাধারে রেকর্ড পরিমাণ জল জমেছে, কিন্তু আবহাওয়াবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হোসেন মনে করেন, এই ধরনের আবহাওয়া পরিবর্তনের জন্য নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন দায়ী। যদি এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে মরক্কোয় সাহারা মরুভূমির আবহাওয়া দীর্ঘমেয়াদে পরিবর্তিত হতে পারে।এই পরিবর্তনের প্রভাবগুলি এখন থেকেই অনুভূত হতে শুরু করেছে। এভাবে যদি আরও বৃষ্টি হতে থাকে, তাহলে মরুভূমির ইকোসিস্টেম, কৃষি এবং মানুষের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে, মরক্কোর ভবিষ্যৎ কি হবে, সেটি সময়ই বলবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর