longest-walking-route-cape-town-magadan

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর :বিশ্বের দীর্ঘতম পায়ে হাঁটার পথ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান পর্যন্ত যাত্রা। এই পথটি অতিক্রম করতে সমুদ্র বা অন্য কোনো উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে হয় না। ফলে, হাঁটার সময় নৌকারও প্রয়োজন নেই। কারণ প্রয়োজনীয় ব্রিজগুলো পথের সঙ্গে যুক্ত রয়েছে।
কলকাতায় ‘আকাশের তিমি’ বেলুগা এক্সএল বিমানের আগমন

কয় দিন সময় লাগে জানেন?

মোট ২১,৮০৮ কিমি দীর্ঘ এই পথে হাঁটতে সময় লাগবে ৪,৩১০ ঘণ্টা। এর মানে, যদি বিরতিহীনভাবে হাঁটতে হয়, তাহলে লাগবে ১৮৭ দিন। তবে, যদি প্রতিদিন ৪ ঘণ্টা করে হাঁটেন, তাহলে সম্পূর্ণ যাত্রা করতে সময় লাগবে ৫৬১ দিন।

৪৪ বছরে শিক্ষকতার চাকরি দৃষ্টিহীন নীলরতনের

এই যাত্রার পথে হাঁটার সময় মোট ১৭টি দেশ অতিক্রম করতে হবে। আর ছয়বার ঘড়ির কাঁটার পরিবর্তন করতে হবে। এর পাশাপাশি, যাত্রাপথে সব ঋতুর সৌন্দর্যও উপভোগ করা সম্ভব। এই পথ দিয়ে হাঁটা মানে প্রকৃতির বিভিন্ন রূপ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং নতুন অভিজ্ঞতার সমাহার। এভাবে, দীর্ঘ এই যাত্রা শুধু একটি শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং একটি অসাধারণ অভিজ্ঞতারও অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর