bengal-rain-forecast-low-pressure-bay-of-bengal

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ৪ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী ভবন জানিয়েছে, বর্তমানে এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে অবস্থান করছে। দক্ষিণ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্তও সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী কয়েকদিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিবিআইয়ের বিরুদ্ধে আইনজীবীদের তীব্র প্রতিরোধ: জামিনের প্রশ্নে চাঞ্চল্য

কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?

আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি। আলিপুরে গতকাল ২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে মহুয়া মৈত্রের অন্তর্ভুক্তির দাবিতে তৃণমূলের চিঠি

শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলার জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়া কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণের আকস্মিক মৃত্যু

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর