kashi-bose-lane-pujo-humanity-gem

ব্যুরো নিউজ,৫ অক্টোবর:পুজোর সময় মানবতার থিম প্রতিবারের মতো এবারও বিশেষভাবে প্রতিফলিত হবে কাশী বোস লেনের পুজোয়। এবারের থিম হল ‘রত্নগর্ভা’। এই পুজোতে মহিলাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে আরজি কর কাণ্ডের পর থেকে। মহিলাদের নিরাপত্তা, সামাজিক অবস্থান এবং সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সেই প্রেক্ষাপটে, মায়ের গর্ভে এই পৃথিবীর সকল প্রাণশক্তি এবং জন্ম-মৃত্যুর হিসাব তুলে ধরবে কাশী বোস লেনের পুজো।

মহিলাদের লড়াইয়ের ইতিহাস

কলকাতার রাস্তায় বিদ্যা বালনের সাহসী মূহুর্ত

এবারের পুজোর থিমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তুলে ধরা হবে, যিনি বিধবাবিবাহ প্রচলন এবং বাল্যবিবাহ রদ করেছিলেন। মেয়েদের শিক্ষা এবং উন্নতির জন্য তিনি স্কুলও নির্মাণ করেছিলেন। এছাড়া রাজা রামমোহন রায়ের কীর্তির প্রসঙ্গও থাকবে, যিনি সতীদাহ প্রথার অবসান ঘটিয়েছিলেন।

আজকের রাশিফল: কেমন যাবে আপনার তৃতীয়ার সকাল

নারীর যন্ত্রণার গাথা

পুজোর সম্পাদক সোমেন দত্ত জানিয়েছেন, এই পুজোর মাধ্যমে সমাজে মহিলাদের অধিকার এবং নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হবে। শিল্পী রিন্টু দাস আন্তর্জাতিক স্তরে পরিচিত নারীদের কথাও তুলে ধরবেন, যেমন দ্রৌপদি মুর্মু এবং কল্পনা চাওলা।

ইতিহাসের প্রতিচ্ছবি

মণ্ডপের প্রবেশমুখে থাকবে ইতিহাসের একটি দীর্ঘ প্রতিচ্ছবি। দেওয়ালে ফুটিয়ে তোলা হবে বাংলায় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ের কাহিনি, যেমন সতীদাহ এবং বিধবাবিবাহ। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে একরাশ আলো এবং আনন্দের সমারোহে ভরা একটি পরিবেশ দেখতে পাবেন দর্শকরা। শিল্পী জানিয়েছেন, মণ্ডপের মূল অংশে বাংলার রত্নদের সংগ্রামের ছবি ও আজকের নারীদের অধিকার তুলে ধরা হবে।

আন্দোলনে রাজনীতির ঢেউঃ জুনিয়র চিকিৎসকদের দাবি ও চ্যালেঞ্জ

অভিনবত্বের ছাপ

এবারের পুজোয় একটি বিশেষ আকর্ষণ হল, দৃষ্টিহীন শিশুরা মা দুর্গার চক্ষুদান করেছেন। এই অভিনব উদ্যোগে কাশী বোস লেনের পুজো তার নিজস্ব শৈলীতে নতুন এক মাত্রা যোগ করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর