junior-doctors-movement-aniket-kinjal-debate

ব্যুরো নিউজ,২ অক্টোবর:আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ফের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আন্দোলনটি শুরু থেকেই প্রবল জনসমর্থন পাচ্ছে, তবে শাসকদল  এই আন্দোলনের বিপক্ষে। অন্যদিকে, প্রাইভেট কলেজে কোটি টাকা দিয়ে ডাক্তারি পড়া নিয়ে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের একটি স্টেটাস নয়া আলোচনার জন্ম দিয়েছে।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ

অনিকেতের স্টেটাস

অনিকেত স্টেটাসে লেখেন, “১ কোটি টাকা ডোনেশন দিয়ে প্রাইভেট মেডিক্যাল কলেজে পড়েছেন জুনিয়র ডাক্তারদের বিপ্লবী মুখ। বিপ্লব দীর্ঘজীবি হোক।” যদিও কিঞ্জল নন্দকে কটাক্ষ করে এই মন্তব্য করা হয়েছে বলে অনেকে মনে করছেন। কিঞ্জল এটির জবাবে তার জয়েন্ট পরীক্ষার র‍্যাঙ্ক প্রকাশ করন। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি।মঙ্গলবার রাতে ইউটিউবের একটি ভিডিয়োতে  ‘কবীর’ এর পরিচালক দেবের  বিস্ফোরক বক্তব্যে আরও উত্তাপ ছড়িয়েছে। তিনি বলেন, “যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে চান, তাহলে ৫০ লাখ টাকা দিয়ে প্রশ্নপত্রের উত্তরসহ সবকিছু মুখস্থ করে নেওয়ার ব্যবস্থা আছে। মেধার ভিত্তিতে পাশ করা কারও পক্ষে সম্ভব নয়।”পরিচালক জানান, কলকাতার কেপিসি মেডিক্যাল কলেজের এনআরআই কোটার মূল্য ২ কোটি টাকা। কিঞ্জল ওই কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন এবং সে বিষয়েও তিনি নথি দেখান। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে ৯টি বেসরকারি মেডিক্যাল কলেজে ১৫০০ আসন রয়েছে, যার মধ্যে ৪৯৫টি স্টেট কোটা। বাকি ১০০৫ আসনে চিকিৎসকরা মূলত টাকা দিয়ে পড়াশোনা করছেন।কিন্তু অনিকেত বাবু কি জানেন খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো কেপিসির ডাক্তার?অনিকেত আরও দাবি করেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এসব চিকিৎসকরা যুক্ত আছেন। তার মতে, “এঁরাও বিপ্লবের কথা বলছেন। কিন্তু সত্যি কথা হলো, ঠাকুর ঘরে কে রে বলে লাফানোর কিছু হয়নি।”

বিজ্ঞানীদের নতুন আবিষ্কার, বাড়ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা

কিঞ্জল এ বিষয়ে লেখেন, “আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, সেটাই আমার জোর।” তিনি তার কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া নিয়েও কথা বলেন, যেখানে তিনি জানান, সরকারি কোটার সিট পেতে তাকে প্রচুর খরচ করতে হয়েছে।অনিকেত বাবু বোধ হয় খবর রাখেন না মেডিকেলে ভর্তির কায়দা কানুন এভাবেই করে রাখা হয়েছে। সেই ব্যবস্থা ছাত্ররা করেনি। প্রশাসনিক কর্তারাই এইসব বিধি নিষেধ করে রেখেছেন। টাকা আয়ের ব্যবস্থাও করেছেন তাই চিকিৎসক হতে পয়সা খরচ করাটা এখন বস্তুর।
এখন দেখার বিষয়, কিভাবে এই বিতর্কের পরিণতি ঘটে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন দিকে মোড় নেয়।

[URL slug: junior-doctors-movement-aniket-kinjal-debate]

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর