ব্যুরো নিউজ, ১ অক্টোবর :পূর্ব মেদিনীপুরের এগরার একটি সরকারি স্কুলে মৃত মহিলা চিকিৎসকের খুনের ঘটনা এবার প্রশ্নপত্রে উঠে এসেছে। যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনটিকে রাজনীতির ছোঁয়া দেখছে। অপরদিকে, বিজেপির বক্তব্য, বিষয়টি ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
মানুষের সৃষ্ট সবথেকে দামি জিনিসটি কোথায় তা রয়েছে জানেন?
‘শিক্ষা আমার মৌলিক অধিকার’
জানা গেছে, এগরার ঝাটুলাল হাইস্কুলে একাদশ শ্রেণির সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নপত্রের ৫ নম্বর পেজে ৪০ নম্বর প্রশ্নটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্নটিতে লেখা রয়েছে, “শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া অনেক আশা ও স্বপ্ন নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মেডিক্যাল কলেজে আমাকে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে?’ প্রশ্নটির চারটি অপশনও দেওয়া ছিল, যা আরও উত্তেজনা সৃষ্টি করেছে।
কাশ্মীরে নাসরাল্লার মৃত্যুর প্রতিবাদে সামিল স্থানীয় মানুষ
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দেবাশিস জানা মন্তব্য করেছেন, ‘কী প্রশ্ন হয়েছে তা আমি জানি না। আমি শারীরিক অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি। স্কুলে গিয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।’ অপরদিকে, তৃণমূল বিধায়ক তরুণ মাইতি বলেছেন,’মৃত মহিলা চিকিৎসকের খুনে সঙ্গে যুক্ত করে রাজনীতি করা হচ্ছে। আমরা সবাই বিচার চাইছি। কিন্তু যে ছাত্র-ছাত্রী দারিদ্র্যের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য কি শিক্ষার অধিকার প্রযোজ্য হবে না? তাই একটি বিশেষ কেসকে তুলে ধরে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করতে চাওয়া হয়েছে’।
কলকাতার ট্রামের ভবিষ্যৎ নিয়ে আন্দোলন।আশার আলোর দেখা মিলবে কি?
অন্যদিকে, বিজেপির কাঁথি জেলার সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মণ্ডল বলেন, ‘এটি একটি সামাজিক ইস্যু এবং মাস্টারমশাই যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। এই ঘটনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি পাবে’।