FIFA World Cup Qualifier image

ব্যুরো নিউজ,১২ সেপ্টেম্বর :ফুটবল দুনিয়ায় মানুষের অতি প্রিয় দুই বিশ্বকাপ জয়ী দেশী এবার বিশ্বকাপের কোয়ালিফায়ারে হেরে গেল। আর্জেন্টিনা পরাজিত হল কলম্বিয়ার কাছে ২-১ গোলে। আর ব্রাজিল হারলো প্যারাগুয়ের কাছে ১-০গোলে। আর্জেন্টিনার বিরুদ্ধে কলম্বিয়ার ইয়েরসন মসকুয়েরা এগিয়ে দেন ম্যাচের ২৫ মিনিটে। তবে ৫৮ মিনিটে আবার ড্র করে আর্জেন্টিনা। গোল করে আর্জেন্টিনা নিকোলাস গঞ্জালেস। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন পেনাল্টি থেকে হামেস রড্রিগেজ়। অপরদিকে প্যারাগুয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারায়। প্যারাগুয়ে হয়ে একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেজ়।

বিল গেটসের নতুন উদ্বেগ: যুদ্ধ, অতিমারী ও ভবিষ্যতের হুমকি

ছন্নছাড়া মেসি ও নেইমারহীন দুদল

নবান্নের চিঠিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নতুন মোড়: সরাসরি সম্প্রচার নেই

প্রচন্ড গরমের মধ্যে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ কোয়ালিফায়ারে যেভাবে ওই দুই দেশ জিতেছে তাতে আপ্লুত প্যারাগুয়ে ও কলম্বিয়া। দু’দেশের বক্তব্য আর্জেন্টিনা ও ব্রাজিল সমস্ত রকমের পুরস্কার জিতেছে বিশ্ব ফুটবলে। তাই তাদের হারিয়ে আমরা যথেষ্ট আনন্দ পেয়েছি। এই জয় আমাদের অনেক উৎসাহ দেবে। তবে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি খেলতে পারেননি তার চোট থাকায়। তিনি রয়েছেন চিকিৎসার মধ্যে।আর ব্রাজিলের নেইমারও বেশ কিছুদিন চিকিৎসার জন্য মাঠের বাইরে। ফলে মেসিহীন আর্জেন্টিনা ও নেইমারহীন ব্রাজিল পরাজয় স্বীকার করল। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালে ১-০ হারিয়ে দিয়েছিল কলম্বিয়াকে। সেই হারের যেন প্রতিশোধ নিলো কলম্বিয়া।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর