rg kar effect on durga puja

ব্যুরো নিউজ,১০ সেপ্টেম্বর: শহরে এখন তীব্র আন্দোলনের পরিস্থিতি চলছে। ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী, দুর্গাপুজোও এগিয়ে আসছে। মাত্র ২১ দিন পরেই মহালয়া। এই সময় নিউ মার্কেট থেকে গড়িয়াহাট এবং হাতিবাগান পর্যন্ত বাজারে কেনাকাটার ভিড় তুঙ্গে পৌঁছায়। পুজোর তিন সপ্তাহ আগে রবিবারে সেই ভিড় কিছুটা কম । কিন্তু এবারের পুজোয় কি জৌলুস কমবে? ১৪ অগস্ট রাত থেকে আরজি কর আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠছে—কীভাবে কলকাতা পুজোর মধ্যে সব কিছু ভুলে জাঁকজমকের আনন্দ উপভোগ করবে? নাকি আন্দোলনের প্রভাব পুজোর রাতেও পড়বে?

ব্রেন ক্যানসারের কারন অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার নয় ! কি জানাল WHO?

কি জানাচ্ছেন উদ্যোক্তারা

আরজি কর আন্দোলনের কেন্দ্রস্থল আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। এর খুব কাছেই ‘টালা বারোয়ারি’-র পুজো অনুষ্ঠিত হয়, যা সাধারণত বেশ জাঁকজমকপূর্ণ থাকে।  এবছর পুজোর সময়ে চিকিৎসকদের আন্দোলনও এখানে চলতে পারে। যদিও পুজোর জৌলুস বজায় রাখতে চান উদ্যোক্তারা। টালা বারোয়ারির সম্পাদক এবং কলকাতা দুর্গাপুজো ফোরামের এক্সিকিউটিভ কমিটির সদস্য অভিষেক ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘আমাদের মনখারাপ। তবে আমাদের প্রতিবাদ তো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। তাই পুজোর পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে চাইনি। পুজোর খাবারের স্টলও বন্ধ করতে চাইনি, কারণ এই কয়েকটি দিনের ওপর পশ্চিমবঙ্গের অনেক মানুষের জীবনযাত্রা নির্ভর করে। প্রায় লক্ষ কোটি টাকার ব্যবসা হয় এখানে।’’

আয়-ব্যয়ের হিসেবে ঠাসা ল্যাপটপ উদ্ধার করল ইডি। শেষরক্ষা হলো না সন্দীপ ঘোষের

তবে কি আরজি করের সবচেয়ে কাছের দুর্গাপুজোয় প্রতিবাদ বন্ধ হবে? তা নয়। অভিষেক জানিয়েছেন, ‘‘বিরলভাবে আমাদের এবারের পুজোর ভাবনা প্রতিবাদের ভাষার সঙ্গে মিলেছে। ভাবনাটি যখন পরিকল্পিত হয়েছিল, তখন এমন পরিস্থিতির কথা ভাবা হয়নি। কিন্তু পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে আমরা আমাদের চিন্তাধারা থেকে সরিনি।’’ তারা পুজোর জৌলুসে বড় কোনো পরিবর্তন আনতে চাইছেন না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিছু উদযাপন বন্ধ রাখা হতে পারে। যেমন, সিঁদুরখেলা এবং বিসর্জনের জাঁকজমক কিছুটা কমিয়ে আনা হতে পারে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ শহরের নানা স্থানে চলছে। মূলত সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ। কেউ সরকারি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, আবার কেউ ‘দুর্গার ভান্ডার’-এর সরকারি অনুদান ফেরাচ্ছেন। মুদিয়ালির ‘আমরা ক’জন’ ক্লাব ৮৫ হাজার টাকার সরকারি অনুদান ফেরত দিয়েছে। কেন ফেরানো হচ্ছে? মুদিয়ালির পুজোর প্রধান উদ্যোক্তা মহম্মদ মোখতার বলেছেন, ‘‘আমরা সরকার থেকে সাহায্য নেব না বলে ঘোষণা করেছি। আমাদের পুজোর মূল ভাবনাও পরিবর্তন করা হয়েছে। এবারের থিম ‘উই ওয়ান্ট জাস্টিস’। সরকারের বিরুদ্ধে স্লোগান। তাই হয়তো আমাদের বিদ্যুতের অনুমতি বাতিল হতে পারে। তবে আমাদের পাড়ার বাসিন্দারা জানিয়েছেন, যদি এমন কিছু হয়, তাহলে তারা মণ্ডপে আলো জ্বালাতে সাহায্য করবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর